জানা গিয়েছে, মৃত যুবকের নাম হীরেন কুন্ডু। ঘটনায় অভিযুক্ত মামা রাজা মন্ডলকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সোনিয়া মোড় এলাকায় জীবন মণ্ডল ও রাজা মন্ডলের মধ্যে গন্ডগোল বাঁধে। সম্পর্কে তাঁরা সৎ ভাই।
advertisement
বাড়ি তৈরির জন্য রাস্তার পাশে ইট ফেলেছিল রাজা। দুই সৎ ভাইয়ের মধ্যে জায়গা-জমি সংক্রান্ত পুরনো বিবাদ ছিলই। এদিন ইট ফেলাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে গন্ডগোল শুরু হয়। মুহূর্তের মধ্যে এই গন্ডগোল হাতাহাতির চেহারা নেয়। দুই মামার মধ্যে ঝামেলা হচ্ছে জানতে পেরে ভাগ্নে হীরেন গন্ডগোল থামাতে এগিয়ে আসে। অভিযোগ, এরপর রাজা হাঁসুয়া নিয়ে তেড়ে গিয়ে জীবনকে আঘাতের চেষ্টা করে। ভাগ্নে হীরেন বাঁচাতে এলে তাঁর মাথায় হাঁসুয়ার কোপ লাগে। তাঁর মাথাতেই হাঁসুয়া আটকে যায়। মুহূর্তের মধ্যে হইচই পড়ে যায় এলাকায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গুরুতর আহত অবস্থায় হীরেনকে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল এবং পরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় মূল অভিযুক্ত রাজাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী।