TRENDING:

Malda News: ফসলি জমির উপর ট্রাক্টর নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল! তারপরেই তুলকালাম, কালিয়াচকে ঘটে গেল ভাবনাতীত ঘটনা

Last Updated:

Malda News: ফসলি জমি দিয়ে ট্রাক্টর নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল। আর সেই গণ্ডগোলকে কেন্দ্র করে বসে সালিশি সভা। সালিশি সভাতেই কুপিয়ে খুন এক ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: ফসলি জমি দিয়ে ট্রাক্টর নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল। আর সেই গণ্ডগোলকে কেন্দ্র করে বসে সালিশি সভা। সালিশি সভাতেই কুপিয়ে খুন এক ব্যক্তি। মালদহের কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকার ঘটনা। ঘটনায় আহত আরও ছয় জন।
পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশবাহিনী
পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশবাহিনী
advertisement

জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম একরামুল শেখ,‌ বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে ফসলি জমিতে ট্রাক্টর নিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী শামসুল শেখের সঙ্গে গণ্ডগোল বাধে একরামুল শেখের। এরপর সেই গণ্ডগোলের জেরে জমিতেই দুই পক্ষের সংঘর্ষ হয়। ঘটনায় তার কিছুদিন পর এদিন রাতে সালিশি সভা বসে।

advertisement

আরও পড়ুন: রাতে অন্ধকারে টাকলার কালী বিগ্রহের গয়না চুরি, চোখে জল মহিলাদের! চোর খুঁজতে পুলিশের হাতিয়ার সিসিটিভি

View More

অভিযোগ সেই সালিশি সভায় লাঠিসোটা ও অস্ত্র নিয়ে আসেন শামসুল শেখের ঠিক করা দুষ্কৃতীরা। সেখানেই আবার গণ্ডগোল বাঁধে দুই পক্ষের মধ্যে। এরপর সেই সভায় রক্তারক্তি পরিস্থিতি বেঁধে যায়। কুপিয়ে খুন করা হয় একরামুল শেখ নামে ঐ ব্যক্তিকে। ঘটনায় আহত হয় আরও ছয় জন। এদিকে এই ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
আবাস যোজনার টাকা পেয়েও বাড়ি অসম্পূর্ণ! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কাটোয়া পুরসভার
আরও দেখুন

মৃত ব্যক্তির এক আত্মীয় সারিউল শেখ জানান, “বেশ কয়েকদিন আগে জমিতে ট্রাক্টর নিয়ে যাওয়াকে কেন্দ্র করে একরামুল শেখ এবং শামসুল শেখের মধ্যে বিবাদ বাঁধে। সেই বিবাদের জেরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এরপর এই ঘটনার মধ্যস্থতার জন্য সালিশি সভা করা হয় এদিন। সেখানে সালিশি সভায় শামসুল শেখকে কান ধরে উঠবস করতে বলা হলে শামসুল শেখ ও তার দলবল মিলে একরামুল পক্ষের উপর চড়াও হয়। সেখানেই সালিশি সভা চলাকালীন কুপিয়ে খুন করা হয় একরামুল শেখকে।”

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: ফসলি জমির উপর ট্রাক্টর নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল! তারপরেই তুলকালাম, কালিয়াচকে ঘটে গেল ভাবনাতীত ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল