West Medinipur News: রাতে অন্ধকারে টাকলার কালী বিগ্রহের গয়না চুরি, চোখে জল মহিলাদের! চোর খুঁজতে পুলিশের হাতিয়ার সিসিটিভি

Last Updated:

West Medinipur News: পুলিশের সামনেই দেবী কালীকে গয়না বিহীন দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লেন মহিলারা সঠিক তদন্তের দাবি জানিয়ে কেঁদে ফেলেন তারা।

+
কালী

কালী মন্দিরে চুরিতে চোখে জল মহিলাদের

নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: গ্রামের মধ্যে এক বিশাল কালী মন্দির। বিগ্রহকে সাজান হয়েছিল সোনার গয়নায়। তবে হঠাৎই বুধবার রাতে ঘটল অঘটন। চুরি গেল গ্রামের মন্দির। চুরি হয়ে যায় বিগ্রহের সোনার গয়না। আর গ্রামের মন্দির চুরি হওয়ায় কেঁদে ভাসালেন মহিলারা। দেবী কালীকে গয়না বিহীন দেখে আবেগ ধরে রাখতে পারলেন না গ্রামের একাংশ। আর এতেই হুলুস্থূল কাণ্ড মেদিনীপুরের এই গ্রামে। ঘটনাস্থলে আসতে হল পুলিশকেও।
রাতের অন্ধকারে চুরি যায় গ্রামের মন্দির। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের খুড়শী গ্রাম পঞ্চায়েতের টাকলা এলাকার। গ্রামবাসীদের দাবি, রাতের অন্ধকারে নারায়ণগড়ের টাকলায় অবস্থিত বহু প্রাচীন কালীমন্দিরে ঘটে দুঃসাহসিক চুরির ঘটনা। বৃহস্পতিবার ভোরে মন্দিরের সেবায়েত মন্দির খুলতে এসে দেখেন মন্দিরের দরজার তালা ভাঙা, পড়ে রয়েছে প্রণামী বাক্স। এরপরই ছুটে গিয়ে ওই সেবায়েত খবর দেয় গ্রামবাসীদের। ঘটনার খবর চাউর হতেই মন্দির প্রাঙ্গণে ভিড় জমান গ্রামের বাসিন্দারা।
advertisement
advertisement
এরপর খবর দেওয়া হয় নারায়ণগড় থানার পুলিশে। নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের সামনেই দেবী কালীকে গয়না বিহীন দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লেন মহিলারা সঠিক তদন্তের দাবি জানিয়ে কেঁদে ফেলেন তারা।গ্রামবাসীদের বক্তব্য, প্রতিমার গায়ে থাকা প্রায় বেশ লক্ষাধিক টাকার গয়না কেউবা কারা চুরি করেছে। তাদের দাবি প্রশাসন দ্রুত এই চুরির কিনারা করুক।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় থাকা সিসিটিভিগুলি দেখে দুষ্কৃতকারীদের খোঁজ শুরু করেছে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তাদেরও খোঁজ শুরু হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: রাতে অন্ধকারে টাকলার কালী বিগ্রহের গয়না চুরি, চোখে জল মহিলাদের! চোর খুঁজতে পুলিশের হাতিয়ার সিসিটিভি
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement