TRENDING:

Malda News: বেসনের তৈরি ঝুরিতে গুড় বা চিনির প্রলেপ, জিভে জল মুচমুচে ঝুরির টানে মেলায় ভিড়!

Last Updated:

Malda News: মালদহ শহরের ফুলবাড়ি কার্তিক পুজায় ব্যাপক চাহিদা এই মিষ্টির, দর্শকেরা ঝুরি বৃষ্টির জন্যই এখানে আসেন ভিড় করেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: মেলার আকর্ষণ হল মুচমুচে ঝুরি ভাজা। অনান্য মিষ্টির চাহিদা তেমন নেই, পথ চলতি মানুষ থেকে মেলায় আগত দর্শনার্থী সকলেই কিনছেন এই ঝুরি। মালদহ শহরের ফুল বাড়ি কার্তিক পুজোয় আকর্ষণ এই মিষ্টান্নই। চিনি বা গুড়ের ঘানিতে ডোবানো আটা ও বেসনের তৈরি ঝুরি। মূলত গ্রামীণ এলাকায় মিষ্টির দোকানে বাজারে বা সপ্তাহিক হাটের দোকানে পাওয়া যায়। চিনির ঘানিতে ডোবালে সাদা রঙের হয়, আর গুড়ের ঘানিতে ডোবালে লাল রঙের হয় এই মিষ্টি।
advertisement

তবে বাজারে গুড়ের ঝুরির চাহিদা সব থেকে বেশি। মালদহ শহরের ঐতিহাসিক কার্তিক পুজোর মেলায় প্রতিটি মিষ্টির দোকানে এই ঝুরি পাওয়া যায়। মেলার খাবারের মধ্যে বিখ্যাত এই ঝুরি। অনান্য মিষ্টির তুলনায় এই ঝুরির বিক্রি কয়েক গুন বেশি। এই মেলায় যেমন জেলা ও জেলার বাইরে থেকে মিষ্টি ব্যাবসায়ীরা দোকান নিয়ে আসেন। তেমনি বহু দূর দূরান্তের মানুষ এখানে আসেন এই ঝুরি মিষ্টির টানে। মেলা শেষেও এখানে দোকান থেকে যায়। শীতের বাজারে ব্যাপক বিক্রি হতে থাকে ঝুরি। এই বছর ২৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে ঝুরি মিষ্টান্ন। বিক্রেতা সুকুমার শেখ বলেন, ফুলবাড়ি কার্তিক পুজার মেলায় ঝুরি ছাড়া আর অন্য কোন মিষ্টি তেমন বিক্রি হয় না। তাই আমরা এই মিষ্টি এখানে বেশি করে তৈরি করি। ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

advertisement

আরও পড়ুন: খালি খালি ভুলে যাচ্ছেন…? কোন ‘ভিটামিনের’ অভাবে ‘স্মৃতিশক্তি’ দুর্বল হতে শুরু করে বলুন তো? সতর্ক হন, নইলে…!

গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার এটি। বেসন, আটা দিয়ে প্রথমে তৈরি করা হয়। তেলে ভেজে গুড় ও চিনির ঘানিতে ডোবানো হয়। ঝুরির গায়ে মিষ্টির প্রলেপ পড়ে অনেকটা পুরু। এই ভাবেই তৈরি হয় এই মিষ্টি। অনান্য মিষ্টির থেকে খেতে সম্পূর্ণ আলাদা এই মিষ্টি। আর অন্য কোথাও তেমন চাহিদা না থাকলেও মালদহ শহরের ঐতিহ্যবাহী কার্তিক পুজোর মেলায় এই খাবারের চাহিদা অবাক করে বিক্রেতাদের।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: বেসনের তৈরি ঝুরিতে গুড় বা চিনির প্রলেপ, জিভে জল মুচমুচে ঝুরির টানে মেলায় ভিড়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল