TRENDING:

Malda News: টাকা দরকার? চুটকিতে হবে সমাধান! সরকারের বিশেষ ব্যবস্থায় সুবিধা পাবেন ইনারা

Last Updated:

রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে সরকার প্রকল্পের আদলে নতুন এই ক্যাম্প করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: এবার দুয়ারে ঋণ। রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে সরকার প্রকল্পের আদলে নতুন এই ক্যাম্প করা হচ্ছে। যেখানে ছোট মাঝারি থেকে সমস্ত রকম কুটিরশিল্পী থেকে ব্যবসায়ীরা খুব সহজেই সরকারি প্রকল্পের ঋণ পাবেন। কোন দফতরে গিয়ে আবেদন করার প্রয়োজন নেই ব্লক স্তরে আয়োজিত এই বিশেষ শিবির থেকে ঋণের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা পাবেন উপভোক্তারা। রাজ্য সরকারের শিল্প দফতরের উদ্যোগে এই বিশেষ শিবির করা হচ্ছে। ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত চলবে এই শিল্পের সমাধান শিবির। মালদহ ম্যাঙ্গো মার্চেন্টের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, “রাজ্য সরকারের উদ্যোগে এই ধরনের উদ্যোগ পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর ফলে জেলার ছোট মাঝারি উদ্যোগীরা মহিলারা নানা সুযোগ-সুবিধা পাবে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধাগুলি এখান থেকে মিলছে।”
advertisement

মালদহে মোট তিনটি  ফেজে এই শিবিরগুলি করা হচ্ছে ব্লকে ব্লকে। মোট সাতটি দফতরের সুযোগ সুবিধা মিলবে এই শিল্পের সমাধান কর্মসূচিতে। মূলত ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন, আনন্দধারা প্রকল্প, কৃষি অবকাঠামো তহবিলের অধীনে ঋণ, মাইক্রো ক্রেডিট ফিনান্স, মেয়াদী আরিনের জন্য আবেদন রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের ঋণের জন্য আবেদন করতে পারবেন এই শিবিরগুলি থেকে। এছাড়াও রাজ্য সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর, কৃষি বিভাগ, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতর, উচ্চশিক্ষা বিভাগ কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ সহ অন্যান্য মোট সাতটি দফরের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা আবেদন এই শিবিরগুলিতে করতে পারবেন উপভোক্তা। মালদহ শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল বলেন, “মোট সাতটি দফতরের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা পাবেন উপভোক্তারা। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত তিনটি ফেজে মালদহের ব্লকগুলিতে এই শিল্পের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হবে।”

advertisement

আরও পড়ুন: দার্জিলিং-এর কমলার দেখা নেই, বাজার দখল করেছে নাগপুরের কমলালেবু

আরও পড়ুন: উত্তরে রাজ্যে রাজ্যে ১৩০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ঠান্ডা হাওয়া, ঘন কুয়াশা, কোথাও বৃষ্টি, কোথাও তুষারপাত, রইল উত্তরের মেগা ওয়েদার অ্যালার্ট

View More

প্যান কার্ডের আবেদন এই শিবিরগুলি থেকে করা যাবে। ছোট বড় মাঝারি উদ্যোক্তাদের সুবিধার জন্য এই শিল্পের সমাধান কর্মসূচি রাজ্য জুড়ে চলছে। এই সমস্ত শিবিরগুলি থেকে খুব সহজেই নানা সমস্যার সমাধান করতে পারছেন উদ্যোগীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: টাকা দরকার? চুটকিতে হবে সমাধান! সরকারের বিশেষ ব্যবস্থায় সুবিধা পাবেন ইনারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল