মালদহে মোট তিনটি ফেজে এই শিবিরগুলি করা হচ্ছে ব্লকে ব্লকে। মোট সাতটি দফতরের সুযোগ সুবিধা মিলবে এই শিল্পের সমাধান কর্মসূচিতে। মূলত ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন, আনন্দধারা প্রকল্প, কৃষি অবকাঠামো তহবিলের অধীনে ঋণ, মাইক্রো ক্রেডিট ফিনান্স, মেয়াদী আরিনের জন্য আবেদন রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের ঋণের জন্য আবেদন করতে পারবেন এই শিবিরগুলি থেকে। এছাড়াও রাজ্য সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর, কৃষি বিভাগ, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতর, উচ্চশিক্ষা বিভাগ কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ সহ অন্যান্য মোট সাতটি দফরের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা আবেদন এই শিবিরগুলিতে করতে পারবেন উপভোক্তা। মালদহ শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল বলেন, “মোট সাতটি দফতরের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা পাবেন উপভোক্তারা। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত তিনটি ফেজে মালদহের ব্লকগুলিতে এই শিল্পের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হবে।”
advertisement
আরও পড়ুন: দার্জিলিং-এর কমলার দেখা নেই, বাজার দখল করেছে নাগপুরের কমলালেবু
প্যান কার্ডের আবেদন এই শিবিরগুলি থেকে করা যাবে। ছোট বড় মাঝারি উদ্যোক্তাদের সুবিধার জন্য এই শিল্পের সমাধান কর্মসূচি রাজ্য জুড়ে চলছে। এই সমস্ত শিবিরগুলি থেকে খুব সহজেই নানা সমস্যার সমাধান করতে পারছেন উদ্যোগীরা।
হরষিত সিংহ