আবারও তল্লাশি অভিযান চালিয়ে আরও একটি মাদক তৈরির কারখানার হদিশ পেল পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকার ব্রাউন সুগার এমনটাই পুলিশের দাবি। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মালদহের বৈষ্ণবনগর থানার পুলিশ হানা দেয় কালিয়াচক থানার বামুনটোলা এলাকায় একটি ইটভাটা চত্বরে। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার তৈরির কারখানা।
advertisement
আরও পড়ুন: দাম বেড়েছে মদের, এবার পুজোয় কতদিন বন্ধ মদের দোকান? শুনে কিন্তু চমকে যাবেন
হাতেনাতে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করে। সেখানে আরও বেশ কয়েকজন উপস্থিত থাকলেও পুলিশকে দেখে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত হল সেলিম শেখ। বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায়। ব্রাউন সুগার তৈরীর কারখানা থেকে উদ্ধার হয়েছে প্রায় ছয় কেজি ৩৮৫ গ্রাম ব্রাউন সুগার। সম্পূর্ণ তৈরি হওয়ার আগেই ভেজা অবস্থায় এই ব্রাউন সুগারগুলি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগার গুলির আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে উদ্ধার ব্রাউন সুগারগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও ব্রাউন সুগার সহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ ও সেই ঘটনার সূত্র ধরেই এদিন আরও একটি ব্রাউন সুগার তৈরির কারখানার হদিস পায় পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ব্রাউন সুগার। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, প্রায় সাড়ে চার কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকজন পলাতক রয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
— হরষিত সিংহ