জানা গিয়েছে, ধৃতরা কালিয়াচকে ভোলাইচক পাকাকোট এলাকায় একটি আম বাগানে দুটি লাল রঙের টবে এই ব্রাউন সুগার মজুত করে রেখেছিল। সেখানে গোলাপগঞ্জ ফাঁড়ির আইসি-র নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযান চালায়। এরপর সেখান থেকে প্রায় ৩৯ কেজি ব্রাউন সুগার সহ তাদের গ্রেফতার করে। উদ্ধারকৃত এই ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা।
advertisement
জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, ভোলাইচক পাকাকোট এলাকায় একটি আম বাগানে গোলাপগঞ্জ ফাঁড়ির আইসি-র নেতৃত্বে কালিয়াচকে ভোলাইচক পাকাকোট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি আম বাগানে সাদা রঙের সুতির কাপড়ে মোড়ানো দুটি টবে যথাক্রমে ১৯ কেজি করে ব্রাউন সুগার সহ গ্রেফতার করা হয় তিনজনকে।
মোট ৩৯ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তারা এই ব্রাউন সুগার তৈরি করছিল। উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা। জড়িত অন্যান্য সদস্যদের নামও সামনে আসছে। একটি মামলাও রুজু করা হয়েছে। পুরোদমে তদন্ত চালাচ্ছে পুলিশ।