মালদহ ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক, অপরেশ হালদার বলেন, আমাদের মূল উদ্দেশ্য সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। যদি কোন অসাধু ব্যবসায়ী বেআইনি কার্যকলাপ করেন সামগ্রীর দাম বেসনের বা ওজনের কারচুপি করেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন বাজারে আমরা হানা দিয়ে কিছু বেআইনি ওজন যন্ত্র বাজেয়াপ্ত করেছি। সাধারণ মানুষকে নিয়মিত সচেতন করা হবে। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে।
advertisement
আরও পড়ুন: ছিঃ! দিঘার ঝাঁ চকচকে হোটেলের আড়ালে এ কী চলছিল! ফল ভুগছিলেন পর্যটকরা
সবজি বাজারে হানা দিয়ে চক্ষু চরক গাছ কর্তাদের। কারণ একাধিক সবজি দোকানে কাঠের ওজন যন্ত্র দিয়ে সামগ্রী পরিমাপ করা হচ্ছিল। যা একেবারে আইনত নিষিদ্ধ। দফতরের কর্তারা শেষ সমস্ত দাঁড়িপাল্লা নষ্ট করেন। এছাড়াও বাজারে দেখা যায় একাধিক বিক্রেতা ওজনের কারচুপি ও সঠিক সময়ে ওজন যন্ত্রের রেনুয়াল না করেই ওজন করছেন। এই সমস্ত ওজন যন্ত্র গুলি বাজেয়াপ্ত করা হয়।
আরও পড়ুন: রূপম ইসলামের হুঁশিয়ারি না মানায় কালনা হাসপাতালে ভর্তি দুজন
ওজনে কারচুপি বা যারা ওজন যন্ত্রের রেনুয়াল করেন নি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করছে দফতর। আইন অনুযায়ী তাদের জরিমানা করা হবে। এছাড়াও এদিন ক্রেতা সুরক্ষা দফতরের পক্ষ থেকে দুটি বাজারেই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়। কোন ব্যবসায়ীর কাছে সাধারণ ক্রেতারা ঠকে গেলে কি করবেন কোথায় গেলে সুরাহা মিলবে এই সমস্ত বিষয় নিয়ে সচেতন করা হয়।
—- হরষিত সিংহ