Digha Hotel: ছিঃ! দিঘার ঝাঁ চকচকে হোটেলের আড়ালে এ কী চলছিল! ফল ভুগছিলেন পর্যটকরা

Last Updated:

Digha Hotel: দিঘায় খাবারের দোকানে অভিযানে গিয়ে রীতিমতো রণংদেহী মেজাজে দেখা গেল খাদ্য সুরক্ষা আধিকারিকদের।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
পঙ্কজ দাশ রথী, দিঘা: সৈকত শহরের ঝাঁ চকচকে হোটেলের আড়ালে পর্যটকদের খাওয়ানো হচ্ছিল বাসি ও পচা খাবার। নন্দীগ্রাম জেলা খাদ্য সুরক্ষা দফতর অভিযান চালিয়ে নষ্ট করে দিল সেই সব খাবার। ধারান হল আইনি নোটিস।
দিঘায় খাবারের দোকানে অভিযানে গিয়ে রীতিমতো রণংদেহী মেজাজে দেখা গেল খাদ্য সুরক্ষা আধিকারিকদের। ধমক দিয়ে দোকানের বাসি ও পচা হওয়া খাবার টেনে বের করে ডাস্টবিনেও ফেলা হল। ঝাঁ চকচকে দোকানের আড়ালে পর্যটক থেকে খাদ্য রসিক মানুষদের খাওয়ানো হচ্ছিল বাসি পচা খাবার। একাধিকবার সচেতন করা হলেও কোনও কাজে আসেনি। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার আসরে নামে নন্দীগ্রাম জেলা খাদ্য সুরক্ষা দফতর।
advertisement
advertisement
এইদিন নিউ দিঘায় বিভিন্ন খাবারের দোকান ও রেস্তোরাঁয় হানা দিতেই হাতেনাতে ধরা পড়ল দোকানগুলির কারসাজি। দেখা গেল একাধিক জায়গায় টাটকা খাবারের নামে দেওয়া হচ্ছে বাসি পচা খাবার। নিজে হাতে দোকানের খাবারের গুণগত মান যাচাই করে একাধিক দোকানদারকে ধরালেন আইনি নোটিস। অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিলেন জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক।
advertisement
তবে শুধু রেস্তোরাঁ নয়, একাধিক খাবারের দোকানেও হানা দেন। বাসি মিষ্টি ও ফ্রিজে রাখা, নষ্ট মাংসের তরকারি নিজে হাতে ফ্রিজ থেকে বের করে তা ডাস্টবিনে ফেলার ব্যবস্থা করেন। দিনভর খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকের এই অভিযানে ব্যাপক শোরগোল শুরু হয় দিঘা জুড়ে।
advertisement
এ বিষয়ে জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক বিশ্বজিৎ মান্না বলেন, “খাদ্য দফতরের নিয়মাবলী সম্পর্কে অনেকবার দোকানদারদের সচেতন করা হয়েছিল। কিন্তু, তারপরেও তা অনেকে মেনে চলেননি। খাদ্য সুরক্ষার বিষয়েও নজর দেওয়া হচ্ছিল না। অনেক দোকানদার বিনা লাইসেন্সে দোকান চালাচ্ছিলেন তাঁদের নোটিস ধরানো হয়েছে।”এইদিন ছিলেন নন্দীগ্রাম জেলা খাদ্য সুরক্ষা আধিকারি বিশ্বজিৎ মান্না, সন্তু পাল, অরিত্রি বিশ্বাস।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Hotel: ছিঃ! দিঘার ঝাঁ চকচকে হোটেলের আড়ালে এ কী চলছিল! ফল ভুগছিলেন পর্যটকরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement