মালদহ জেলা প্রশাসনিক ভবন চত্বর এলাকায় রয়েছে বই প্রেমীদের এই স্বর্গরাজ্য। এক বই বিক্রেতা নাইম সেখ জানান, “স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্তরকম শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির বই পাওয়া যায় এখানে। পুরনো বই অর্ধেক দামে এবং নতুন বই শতাংশের নিরিখে ছাড়ে বিক্রি করা হয়। সারা বছর বইপ্রেমীদের চাহিদা থাকলেও বছরের প্রথম দিকে ব্যাপক চাহিদা দেখা দেয় বইপ্রেমীদের। বর্তমানে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তির মরশুমের কারণে বই কেনার ভিড় বাড়ছে।”
advertisement
বই কিনতে আসা মালদহের এক স্কুল ছাত্র সৌমিক বস জানান, “পুরনো ও নতুন সমস্ত রকম বই অর্ধেক দামে পাওয়া যায় এখানে। এক থেকে দুই বছর পুরনো বইগুলো স্কুলে পড়াশোনার কাজে আসছে। এর ফলে অনেকটাই সুবিধা হচ্ছে ছাত্র-ছাত্রীদের।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সকাল হতেই মালদহ জেলা প্রশাসনিক ভবন চত্বরে রাস্তার উপর বইয়ের পসরা সাজিয়ে হাজির হন বই বিক্রেতারা। কলকাতার কলেজ স্ট্রিটের মতোই সারা বছর প্রায় ২০ টি দোকানের বাজার বসে এই এলাকায়। বাংলা ও অন্যান্য ভাষার বই-সহ হাজারও রকম বইয়ের সংগ্রহ রয়েছে এখানে। স্বল্প দামে পুরনো বইয়ের এই বাজার চাহিদা মেটাচ্ছে বইপ্রেমী থেকে পড়ুয়াদের।





