প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিষ্ণুপুর গ্রামে দীর্ঘ আড়াই কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করা হয়। রাস্তার কাজের শিলান্যাসের পর আনন্দে ভাসেন গ্রামবাসীরা। এক গ্রামবাসী মিজানুর রহমান জানান, “গ্রামের কেউ অসুস্থ হলে দীর্ঘ পথ বয়ে যাতায়াত করতে হত গ্রামের বাসিন্দাদের। পার্শ্ববর্তী গ্রামীণ হাসপাতালে যেতেও ভোগান্তির শিকার হতেন গ্রামবাসীরা।
advertisement
আরও পড়ুন: কালচিনির কৃষকদের ‘মাস্টারস্ট্রোক’, তছনছ হওয়া মাঠ এখন লক্ষ্মী লাভের খনি! সরষে চাষে ফিরছে ভাগ্য
আ্যম্বুল্যান্স, দমকল কোন কিছুই প্রবেশ করত না গ্রামে। অবশেষে দীর্ঘ ৩০ বছর পর দাবি মত রাস্তা কাজ হচ্ছে। খুব ভাল লাগছে।”এদিন ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শিলান্যাস করেন মালদহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। তিনি জানান, “বিষ্ণুপুর এলাকার মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট ভোগ করেছেন। উন্নয়ন তাঁদের অধিকার। দীর্ঘ পথ অতিক্রান্ত করতে হবে না আর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই রাস্তা সম্পূর্ণ হওয়ার পর সহজেই হাসপাতাল এবং মূল রাস্তায় পৌঁছতে পারবেন গ্রামবাসীরা।” প্রায় ১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে দীর্ঘ আড়াই কিলোমিটার রাস্তা নির্মাণের পর মূল রাস্তার সঙ্গে জুড়বে গ্রাম। এই রাস্তা চালু হলে যাতায়াত যেমন সহজ হবে, তেমনই জরুরি পরিষেবার ক্ষেত্রে সমস্যা মিটবে গ্রামবাসীদের। দীর্ঘ প্রতীক্ষার পর রাস্তার কাজের সূচনা হওয়ায় আনন্দে আত্মহারা হয়ে পড়েন গ্রামবাসীরা।





