রেল সূত্রে জানা গিয়েছে, ওয়েটিংলিস্টের কারণে নিয়মিত ট্রেনে টিকিট পেতে সমস্যা হচ্ছে যাত্রীদের। তাই এই সমস্যা দূর করতে রেলের এই উদ্যোগ। স্পেশাল ট্রেনটি হল-০৩৪৩৫ মালদহ টাউন – আনন্দ বিহার টার্মিনাস স্পেশাল। মালদহ টাউন থেকে ছাড়বে ০৯.৩০ টায়। ১৮ ও ২৫ ডিসেম্বর চলবে এই ট্রেন। ০৩৪৩৬ আনন্দ বিহার টার্মিনাস– মালদহ টাউন স্পেশাল। আনন্দ বিহার টার্মিনাস থেকে ছাড়বে ১৮.০০ টায়। ১৯ ও ২৬ ডিসেম্বর চলবে এই ট্রেনটি।
advertisement
আরও পড়ুন: সুন্দরবনের নতুন রাস্তা! বাইক নিয়ে সোজা ঘুরে আসুন
আরও পড়ুন: এই ধান চাষেই মালামাল হবেন, লাভ প্রায় তিন থেকে চার গুণ! চাষের খরচও অনেক কম
ট্রেনটি নিউ ফারাক্কা, বারহারওয়া, সাহেবগঞ্জ, পিরপাইন্টি, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং আভাইপুর স্টেশনে পূর্ব রেলের এখতিয়ারে উভয় দিকেই থামবে। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরার ব্যবস্থাও থাকবে। স্পেশাল ট্রেনটির জন্য টিকিটের বুকিং পিআরএস এবং ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যাবে। সাধারণ মেইল বা এক্সপ্রেস ছাড়াও বিশেষ চার্জ আদায় করা হবে। রেয়াতি বুকিং অনুমোদিত নয়। তৎকাল কোটা পাওয়া যায় না।
হরষিত সিংহ