TRENDING:

মাঝরাস্তায় বসে সারাচ্ছিলেন টায়ারের পাংচার...! আচমকা ধেয়ে এল বেপরোয়া ডাম্পার! মুহূর্তে মর্মান্তিক পরিণতি ট্রাক চালক ও খালাসির

Last Updated:

Malda News: বালি বোঝাই ট্রাক নিয়ে যাওয়ার সময় মাঝপথে গাড়ির পাংচার সারাতে গিয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল চালক ও খালাসির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: টায়ার সারানোই হল কাল, বালি বোঝাই ট্রাক নিয়ে যাওয়ার সময় মাঝপথে গাড়ির পাংচার সারাতে গিয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল চালক ও খালাসির। বৃহস্পতিবার ভোরবেলা মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার বাধা পুকুর এলাকায়।
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতের আত্মীয়রা
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতের আত্মীয়রা
advertisement

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন জব্দুল শেখ (৩২) এবং ইনজামুল শেখ (১৮)। বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জের ষাড়দহ গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন একটা ট্রাকে করে সিউড়ি থেকে বালি বোঝাই করে দক্ষিণ দিনাজপুরের ইটাহার এলাকায় যাচ্ছিলেন চালক জব্দুল শেখ এবং খালাসি ইনজামুল শেখ।

আরও পড়ুন: ১৫ ডিগ্রি ছুঁল পারদ…! কলকাতায় মরশুমের শীতলতম দিন আজ, জানেন গত ৬ বছরে কবে ছিল ‘সবচেয়ে’ কম তাপমাত্রা? কোথায় নেমেছিল পারদ?

advertisement

যাওয়ার পথে মালদহের ইংরেজবাজারের বাধা পুকুর এলাকায় টায়ার লিক হয় ট্রাকের। এরপর ট্রাকের টায়ার পাংচার সরাই করার জন্য ট্রাকের নীচে বসে কাজ করছিলেন দুইজন। সেই সময় হঠাৎই বেপরোয়া একটি ডাম্পার গাড়ি ধাক্কা মারে ট্রাকে। ঘটনাস্থলে ট্রাকের পাংচার সারানোর সময় মৃত্যু হয় চালক ও খালাসির।

View More

আরও পড়ুন: সাপকে চুম্বকের মতো টেনে আনে…! কয়েকটি গাছ সাপেদের ‘স্বর্গ’! লাগানোর আগে চোদ্দবার ভাবুন, বিষধর গিজগিজ করবে বাগানময়!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শাড়ি পরা কোচ, টিম খেলছে গোয়া, চণ্ডীগড়, ভূপালে! বাঁকুড়ার ফুটবলের অনবদ্য নাম গৃহবধূ 'ভারতী'
আরও দেখুন

পরিবারের সদস্যরা জানতে পেরে তড়িঘড়ি ছুটে আসেন ঘটনাস্থলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার-সহ গোটা এলাকায়। এদিকে এই ঘটনার পর ঘাতক ডাম্পার গাড়িটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মাঝরাস্তায় বসে সারাচ্ছিলেন টায়ারের পাংচার...! আচমকা ধেয়ে এল বেপরোয়া ডাম্পার! মুহূর্তে মর্মান্তিক পরিণতি ট্রাক চালক ও খালাসির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল