পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন জব্দুল শেখ (৩২) এবং ইনজামুল শেখ (১৮)। বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জের ষাড়দহ গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন একটা ট্রাকে করে সিউড়ি থেকে বালি বোঝাই করে দক্ষিণ দিনাজপুরের ইটাহার এলাকায় যাচ্ছিলেন চালক জব্দুল শেখ এবং খালাসি ইনজামুল শেখ।
advertisement
যাওয়ার পথে মালদহের ইংরেজবাজারের বাধা পুকুর এলাকায় টায়ার লিক হয় ট্রাকের। এরপর ট্রাকের টায়ার পাংচার সরাই করার জন্য ট্রাকের নীচে বসে কাজ করছিলেন দুইজন। সেই সময় হঠাৎই বেপরোয়া একটি ডাম্পার গাড়ি ধাক্কা মারে ট্রাকে। ঘটনাস্থলে ট্রাকের পাংচার সারানোর সময় মৃত্যু হয় চালক ও খালাসির।
পরিবারের সদস্যরা জানতে পেরে তড়িঘড়ি ছুটে আসেন ঘটনাস্থলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার-সহ গোটা এলাকায়। এদিকে এই ঘটনার পর ঘাতক ডাম্পার গাড়িটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






