সাপকে চুম্বকের মতো টেনে আনে...! কয়েকটি গাছ সাপেদের 'স্বর্গ'! লাগানোর আগে চোদ্দবার ভাবুন, বিষধর গিজগিজ করবে বাগানময়!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Plants That Attract Snake: সাপ দেখলেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি। কিন্তু কখনও কী ভেবে দেখেছেন সাপ আশেপাশে আসার পিছনে বড় কারণ হতে পারেন আপনি নিজেই! আপনারই কোনও ভুলই কিন্তু ডেকে আনতে পারে এই মৃত্যুদূতকে। আজ এমনই একটি ভুল সম্পর্কে আপনাকে সতর্ক করব এই প্রতিবেদনে।
advertisement
advertisement
আমরা সকলেই জানি, শীতকাল ঠিক বর্ষাকালের মতোই বাগান পরিচর্যার সময়। নতুন নতুন গাছ লাগানোর জন্য অন্যতম ভাল সময় হিসেবে বিবেচিত হয় এই সিজন। এবার শীতের শুরুতে আপনিও যদি বাগানে বা বাড়ির গাছ লাগানোর কথা ভাবছেন, তাহলে পাঁচটি গাছ লাগানোর বিষয়ে সতর্ক থাকুন, নাহলে কিন্তু কোনও বিষাক্ত সাপ এসে আপনার সাধের বাগানকেই তাদের অভয়ারণ্য ভেবে বসবে।
advertisement
advertisement
advertisement
জুঁই লতা বাড়িতে থাকলে আপনারও কী মন ভাল হয়? তাহলে সাবধান! এই মরশুমে খবরদার ঘরে আনবেন না এই গাছের চারা, কারণ জুঁই ফুলের লতা ও ঝোঁপগুলি সাপের প্রিয় আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়। ঘন পাতা সাপের জন্য নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। তাছাড়া, জুঁইয়ের মিষ্টি সুবাস সাপেদের সর্বদা আকর্ষণ করে। এই কারণেই সাধারণত জুঁই লতা লাগানো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
advertisement
সাইপ্রাস গাছকে দুঃখ, দীর্ঘায়ু এবং শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। অনেকেই তাদের পূর্বপুরুষদের স্মরণে সমাধির কাছে সাইপ্রাস গাছ রোপণ করেন। কিন্তু এই গাছের আরেকটি বিশেষ গুণ রয়েছে। এর পাতাগুলি খুব ঘন, যা সাপদের লুকানোর চমৎকার সুযোগ করে দেয়। এই লুকানো সাপগুলি যেকোনও জীবন্ত প্রাণীকে শিকার করতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
