TRENDING:

ভিন রাজ্যে হয়নি, বেসরকারিতেও হয়নি, হয়েছে শুধু টাকা খরচ! এবার সেই জটিল রোগের বিনামূল্যে চিকিৎসায় নজির গড়ল রাজ্য

Last Updated:

টাকা পয়সা শেষে অবশেষে বিনামূল্যে চমৎকার হল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে। এক রোগীর লাম্বার স্পাইনে জটিলতম অস্ত্রোপচার করে নজির গড়লেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: চিকিৎসা করাতে গিয়েছিলেন ভিন রাজ্যে। ওষুধ খেয়ে কিছুদিন আরাম মিললেও হয়নি স্থায়ী সমাধান। কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় দাঁড়াতে পারছিলেন না নিজের পায়ে। টাকা পয়সা শেষে অবশেষে বিনামূল্যে চমৎকার হল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে। এক রোগীর লাম্বার স্পাইনে জটিলতম অস্ত্রোপচার করে নজির গড়লেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা। কোমর থেকে পা পর্যন্ত প্রচন্ড ব্যথা নিয়ে সমস্যায় পড়েছিলেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার বাসিন্দা জাগদিশ। প্রায় দেড় বছর ধরে চিকিৎসার জন্য ঘুরেছেন বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে। টাকা পয়সা খরচ করে নামিদামি ওষুধ খেয়েও মেটেনি যন্ত্রণা। অবশেষে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে বিনা পয়সায় অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে ঘুরছেন ওই রোগী।
advertisement

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক উজ্জ্বল কুমার বিশ্বাস জানান, “এই রোগীর লাম্বার স্পাইন অর্থাৎ কোমর থেকে পা পর্যন্ত যে নার্ভগুলি ছিল সেগুলি ক্রমশ চেপে যাচ্ছিল। যার ফলে প্রচন্ড ব্যথা হচ্ছিল ওই রোগীর। তবে বর্তমানে সফলভাবে অস্ত্রোপচারের পর সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে ওই রোগী।”

আরও পড়ুন: ৭৩ বছরের বৃদ্ধের হাতের যাদু! তৈরি হচ্ছে গামার কাঠের দুর্গা মূর্তি! জানুন দেখা যাবে কোথায়

advertisement

View More

এই বিষয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর জানান, “অনেক রোগীরা নিজেদের প্রাপ্ত ধারণায় নিউরো সংক্রান্ত জটিল রোগের চিকিৎসার জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন না। তবে বর্তমানে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা সফলভাবে নিউরো সংক্রান্ত সমস্ত রকম জটিল রোগের চিকিৎসা ও অস্ত্রোপচার করে চলেছেন।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আজও এই ধরনের চিকিৎসার জন্য জেলার রোগীরা ছুটে যান কলকাতা ও ভিন রাজ্যে। তবে বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগ সম্পূর্ণরূপে চালু হওয়ার পর এই ধরনের চিকিৎসা পরিষেবা নিতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে আসছেন জেলা সহ পার্শ্ববর্তী জেলার রোগীরা।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভিন রাজ্যে হয়নি, বেসরকারিতেও হয়নি, হয়েছে শুধু টাকা খরচ! এবার সেই জটিল রোগের বিনামূল্যে চিকিৎসায় নজির গড়ল রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল