মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক উজ্জ্বল কুমার বিশ্বাস জানান, “এই রোগীর লাম্বার স্পাইন অর্থাৎ কোমর থেকে পা পর্যন্ত যে নার্ভগুলি ছিল সেগুলি ক্রমশ চেপে যাচ্ছিল। যার ফলে প্রচন্ড ব্যথা হচ্ছিল ওই রোগীর। তবে বর্তমানে সফলভাবে অস্ত্রোপচারের পর সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে ওই রোগী।”
আরও পড়ুন: ৭৩ বছরের বৃদ্ধের হাতের যাদু! তৈরি হচ্ছে গামার কাঠের দুর্গা মূর্তি! জানুন দেখা যাবে কোথায়
advertisement
এই বিষয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর জানান, “অনেক রোগীরা নিজেদের প্রাপ্ত ধারণায় নিউরো সংক্রান্ত জটিল রোগের চিকিৎসার জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন না। তবে বর্তমানে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা সফলভাবে নিউরো সংক্রান্ত সমস্ত রকম জটিল রোগের চিকিৎসা ও অস্ত্রোপচার করে চলেছেন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আজও এই ধরনের চিকিৎসার জন্য জেলার রোগীরা ছুটে যান কলকাতা ও ভিন রাজ্যে। তবে বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগ সম্পূর্ণরূপে চালু হওয়ার পর এই ধরনের চিকিৎসা পরিষেবা নিতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে আসছেন জেলা সহ পার্শ্ববর্তী জেলার রোগীরা।