TRENDING:

Malda Medical College: মালদহবাসীর জন্য সুখবর! মেডিক্যাল কলেজে বাড়তে চলেছে চিকিৎসক সংখ্যা! ন্যাশনাল মেডিক্যাল কমিশনের বড় 'উপহার'

Last Updated:

Malda Medical College: পড়াশোনার পাশাপাশি এমবিবিএস পড়ুয়াদের ক্লাস এবং হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা পরিষেবাও দেবেন স্নাতকোত্তর পড়ুয়ারা। এর ফলে চিকিৎসা পরিষেবা আরও উন্নত হবে বলে জানান মালদহ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিনঃ মালদহ মেডিক্যাল কলেজে উন্নত হল শিক্ষাব্যবস্থা। তিনটি বিভাগের পর এবার আরও চারটি বিভাগে শুরু হতে চলেছে মেডিক্যাল ডিগ্রির স্নাতকোত্তর কোর্স। এতদিন তিনটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স ছিল। পেডিয়াট্রিক, গাইনোকোলজি ও মাইক্রোবায়োলজি- এই তিনটি বিভাগে এমডি পড়ানো হত। তবে এবার নতুন করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, চক্ষু এবং বায়োকেমিস্ট্রি বিভাগে স্নাতকোত্তর কোর্স চালু হচ্ছে।
advertisement

নতুন এই চারটি বিভাগে চারজন করে মোট ১৬ জন মেডিক্যাল পড়ুয়া এমডি করার সুযোগ পাবেন। পড়াশোনার পাশাপাশি মেডিক্যাল কলেজের এমবিবিএস পড়ুয়াদের ক্লাস নেবেন তাঁরা। এমনকি হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা পরিষেবাও দেবেন স্নাতকোত্তর পড়ুয়ারা। এর ফলে চিকিৎসা পরিষেবা আরও উন্নত হবে বলে জানান মালদহ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল পার্থ প্রতিম মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ রাস্তা নেই, স্রোতহারা মহানন্দার কোমর সমান জলে নেমে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

advertisement

পার্থ প্রতিমবাবু বলেন, “ন্যাশনাল মেডিক্যাল কমিশনের অনুমোদনের পর ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে আরও চারটি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রির এমডি এবং এম‌এস কোর্স চালু হচ্ছে। শুধু পড়াশোনা নয়, এর ফলে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবাও আরও উন্নত হবে।”

View More

মেডিসিন বিভাগের প্রধান বাপি লাল বালা জানান, “নতুন চারটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু হওয়ায় মেডিক্যালের শিক্ষাব্যবস্থার উন্নতি হবে। পাশাপাশি চিকিৎসা পরিষেবা দিতেও মেডিক্যাল কর্তৃপক্ষের সুবিধা হবে। কারণ এমডি পড়ুয়ারা একদিকে যেমন এমবিবিএস পড়ুয়াদের ক্লাস নিতে পারবেন, সেই সঙ্গে রোগীদের চিকিৎসা পরিষেবাও দেবেন।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের টোটোওয়ালা লক্ষ্মী! যিনি বদলে দিচ্ছেন গ্রামের খাদ্যাভ্যাস! জানেন গল্প?
আরও দেখুন

পড়াশোনার পাশাপাশি চারটি বিভাগে মোট ১৬ জন চিকিৎসক পড়ুয়ারা নিয়মিত মেডিক্যাল কলেজ হাসপাতালে থাকবেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই নতুন এই স্নাতকোত্তর বিষয়গুলির পঠনপাঠন চালু হবে। সর্বভারতীয় স্তরে আবেদন প্রক্রিয়া চালু হলেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন এই চারটি বিভাগের জন্য এমডি ও এম‌এস কোর্সে আবেদন করতে পারবেন পড়ুয়ারা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda Medical College: মালদহবাসীর জন্য সুখবর! মেডিক্যাল কলেজে বাড়তে চলেছে চিকিৎসক সংখ্যা! ন্যাশনাল মেডিক্যাল কমিশনের বড় 'উপহার'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল