রাজ্য সরকারের উদ্যোগে মালদহ কলেজ মাঠে অনুষ্ঠিত সৃষ্টিশ্রী আম মেলায় জেলা নির্বাচন সেলের উদ্যোগ আয়োজন করা হয়েছে আমের নির্বাচনের। এই আম নির্বাচন পদ্ধতি মূলত সাধারণ মানুষকে আম বিষয়ে উৎসাহ এবং নির্বাচন ক্ষেত্রেও জাগ্রত করার জন্যই এমন উদ্যোগ বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।
advertisement
এই আম নির্বাচনের মডেল পোলিং বুথে পছন্দ মত আমকে ভোট দিতে ভিড় জমাচ্ছেন মেলায় আসা সাধারণ মানুষ। একেবারে নির্বাচন কমিশনের নির্বাচনী পদ্ধতি অবলম্বন করে, লাইনে দাঁড়িয়ে একে একে ভোট দানে অংশগ্রহণ করছেন মেলায় আসা সাধারণ মানুষ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একদিকে ভোট নেওয়ার পর যেখানে নেতাদের অনেক সময় জনসাধারণের ক্ষেত্রেই চাহিদা পূরণ করতে ব্যর্থতা লক্ষ্য করা যায়। ঠিক অন্যদিকে উদ্যানজাত এই উদ্ভিদ আমকে প্রত্যেকের চাহিদা পূরণে সাফলতা দেখা দেয়। তবে আম মেলায় জেলা প্রশাসনের এমন উদ্যোগ দেখে হতবাক সকলে।
জিএম মোমিন