একইভাবে আহত হয়েছেন মালদহের হবিবপুরের এক তরুণ কিশোর বিশ্বাস। কিশোর জানান, তাঁদের গ্রামেরই একটি ছেলে সেই কার্বাইড গান তৈরি করেছিলেন। তাতে আগুন ধরে যায়। নেভানোর সময় হাত লাগে কার্বাইডে। ভুলবশত সেই হাত চোখে লাগলে চোখের সমস্যা দেখা দেয়। এখন চোখে ঝাপসা দেখছেন। চক্ষু চিকিৎসক অমিতেন্দু সাহা জানান, “ক্যালসিয়াম কার্বাইড আর জলের বিক্রিয়ায় তৈরি হয় দাহ্য গ্যাস অ্যাসিটিলিন। তার জেরেই বিস্ফোরণ ঘটছে। আর তা চোখে গেলে অধিকাংশ ক্ষেত্রেই দৃষ্টি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।”
advertisement
আরও পড়ুন : এ যেন উলটপুরাণ! সামনেই ছট পুজো, কলার দাম বেশি না হয় উল্টে নেমে গেল অনেকটাই! কারণ জানলে চমকে যাবেন
শুধু তাই নয় এমন কর্মকাণ্ডে জেলার বিভিন্ন প্রান্তে ৮ জন শিশু এবং তরুণরা আহত হয়েছেন।ইতিমধ্যে এই ঘটনায় মধ্যপ্রদেশের ভোপালে দৃষ্টি হারিয়েছেন অনেকে। কার্বাইড গান ব্যবহারের ফলে মধ্যপ্রদেশের ভোপালের পর এ বার মালদহ জেলায় এমন ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে।