TRENDING:

Carbide Gun Disaster in Malda: মধ্যপ্রদেশের পর এ বার মালদহ! দীপাবলিতে কার্বাইড গান কেড়ে নিল শিশু ও কিশোরদের চোখের আলো

Last Updated:

Carbide Gun Disaster in Malda:মধ্যপ্রদেশের পর এবারে মালদহে কার্বাইড গান ব্যবহারের ফলে আহত আটজন শিশু ও তরুণ। কার্বাইড গান ব্যবহারের ফলে আহত হয়ে মালদহ শহরে চোখের চিকিৎসা করাতে এসে জানা গেল এমন কাণ্ড। কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টিহীন হতে চলেছে বেশ কিছু শিশু‌ ও তরুণ। মালদহ জেলার এমন আট তরুণ ও কিশোরের সন্ধান মিলল যারা কার্বাইড গানের বিস্ফোরণে দৃষ্টি হারাতে বসেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: কালীপুজোয় সোশ্যাল মিডিয়া দেখে কার্বাইড গান তৈরি করে বিস্ফোরণ। মধ্যপ্রদেশের পর এবারে মালদহে কার্বাইড গান ব্যবহারের ফলে আহত আটজন শিশু ও তরুণ। কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টিহীন হতে চলেছে বেশ কিছু শিশু‌ ও তরুণ। মালদহ জেলার এমন আট তরুণ ও কিশোরের সন্ধান মিলল যারা কার্বাইড গানের বিস্ফোরণে দৃষ্টি হারাতে বসেছে। যা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন জেলার বিশিষ্ট চক্ষু চিকিৎসকরা। চিকিৎসা করাতে আসা আহত এক কিশোর আকাশ বিশ্বাস জানান ‘‘সোশ্যাল মিডিয়ার দেখে কার্বাইড গান তৈরি করেছিলাম কালীপুজোর দিন আতশবাজির সাথে সেটিও ফাটাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।’’
advertisement

একইভাবে আহত হয়েছেন মালদহের হবিবপুরের এক তরুণ কিশোর বিশ্বাস। কিশোর জানান, তাঁদের গ্রামেরই একটি ছেলে সেই কার্বাইড গান তৈরি করেছিলেন। তাতে আগুন ধরে যায়। নেভানোর সময় হাত লাগে কার্বাইডে। ‌ভুলবশত সেই হাত চোখে লাগলে চোখের সমস্যা দেখা দেয়। এখন চোখে ঝাপসা দেখছেন। চক্ষু চিকিৎসক অমিতেন্দু সাহা জানান, “ক্যালসিয়াম কার্বাইড আর জলের বিক্রিয়ায় তৈরি হয় দাহ্য গ্যাস অ্যাসিটিলিন। তার জেরেই বিস্ফোরণ ঘটছে। আর তা চোখে গেলে অধিকাংশ ক্ষেত্রেই দৃষ্টি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।”

advertisement

আরও পড়ুন : এ যেন উলটপুরাণ! সামনেই ছট পুজো, কলার দাম বেশি না হয় উল্টে নেমে গেল অনেকটাই! কারণ জানলে চমকে যাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
বাইক রেসার হিসাবে নিজের ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে চান? কোন পথে এগোবেন, জেনে নিন
আরও দেখুন

শুধু তাই নয় এমন কর্মকাণ্ডে জেলার বিভিন্ন প্রান্তে ৮ জন শিশু এবং তরুণরা আহত হয়েছেন।ইতিমধ্যে এই ঘটনায় মধ্যপ্রদেশের ভোপালে দৃষ্টি হারিয়েছেন অনেকে। কার্বাইড গান ব্যবহারের ফলে মধ্যপ্রদেশের ভোপালের পর এ বার মালদহ জেলায় এমন ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Carbide Gun Disaster in Malda: মধ্যপ্রদেশের পর এ বার মালদহ! দীপাবলিতে কার্বাইড গান কেড়ে নিল শিশু ও কিশোরদের চোখের আলো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল