TRENDING:

Malda News: তাইকোন্ডোতে আন্তর্জাতিক স্তরে ৩০ টি পদক জিতে বিরাট সাফল্য মালদহে! জেলা জুড়ে খুশির আবহ

Last Updated:

Malda News: মোট সাতটি দেশ অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়, ভারতের একাধিক রাজ্যের দল অংশগ্রহণ করে, সেখানে মালদহের টিম অংশগ্রহণ করেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: দেশের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করল মালদহ জেলা তাইকোন্ডো দল। মোট সাতটি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম হয়েছে ভারত। ৩০ টি পদক জিতে ভাল খেলার বিচারে দ্বিতীয় হয়েছে মালদহ জেলা। এমন সাফল্যে খুশি জেলার ক্রীড়াপ্রেমী মানুষেরা। এমন সাফল্য আগামীতে আরও বেশি তাইকোন্ডো খেলার প্রতি আগ্রহ বাড়বে বর্তমান প্রজন্মের। মালদহ দলের কোচ রামাশীষ দাস বলেন, এটা গর্বের বিষয়। দেশের হয়ে প্রতিনিধিত্ব করে মালদহ দল ভাল ফল করেছে। আমরা মোট ৩০টি পদক জিতেছি। অনেক খুদে খেলোয়ার অংশগ্রহণ করেছিল। দলীয় গত বিচারে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি।
advertisement

গত ২৫ ও ২৬ শে নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয় আন্তরজাতিক তাইকোন্ডো প্রতিযোগিতা। সাউথ আফ্রিকার ঘানা, মালেশিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ, ইথপিয়া ও ভারত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিদেশের একাধিক টিম ছিল। সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যে থেকে দল অংশগ্রহণ করে।

আরও পড়ুন- বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক! ঐশ্বর্যর সঙ্গে কি পাকাপাকি ভাবে সংসার ভাঙছেন অমিতাভ পুত্র?

advertisement

এই প্রতিযোগিতায় সুযোগ করে নিয়েছিল মালদহ জেলার তাইকোন্ডো ক্যাম্প অফ বাংলা এরিয়ার টিম। যারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করে,এই প্রতিযোগিতায় এবং খুব ভাল ফল করে মালদহ জেলা টিম।মালদহের সব থেকে কম বয়সের প্রতিযোগী ইভান দাস। তিন বছর বয়সেই অংশগ্রহণ করে স্বর্ণপদক জয় করে। এছাড়াও আরও ১২টি স্বর্ণপদক জিতেছে মালদহের খেলোয়াড়রা।

আরও পড়ুন- সম্পূর্ণ ‘নগ্ন’ অ্যানিমাল রণবীর! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল ক্লিপ, দেখেছেন কি?

advertisement

পাশাপাশি সাত জন সিলভার পদক ও দশ জন ব্রোঞ্জ পদক পেয়েছে। মালদহ জেলার বিভিন্ন প্রান্তের খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করেছিলেন। তাদের এমন সাফল্যে খুশি কোচ রামাশীষ দাস। আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় এই ধরনের সাফল্য এর আগে আসেনি।

মালদহে এর আগে তাইকোন্ডোর আন্তর্জাতিক বা জাতীয় স্তরের প্রতিযোগিতায় ছোটখাট সাফল্য এসেছে। একসঙ্গে এতজন প্রতিযোগী আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় পদক জিতেছে । তাই জেলা জুড়ে খুশির আবহ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: তাইকোন্ডোতে আন্তর্জাতিক স্তরে ৩০ টি পদক জিতে বিরাট সাফল্য মালদহে! জেলা জুড়ে খুশির আবহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল