আরও পড়ুন: আচমকা হলটা কী বাঁকুড়ায়! মাঠের ধারে, পুকুর পাড়ে ড্রোন নিয়ে হাজির চাষিরা, জানুন
দুই রাজ্যের সীমানায় অবস্থিত এই গ্রামের দুর্ভোগের কাহিনী যেন হার মানাবে সাদাকালো চিত্রের সিনেমাকেও। বাংলা বিহার সীমানায় অবস্থিত বিহারের সুরতপুর ও মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের অনুপনগর গ্রাম। গ্রামের নাম আলাদা হলেও দুই রাজ্যের বাসিন্দাদের বাড়ি ঘর একই জায়গায়। গ্রামের দুই রাজ্যের বাসিন্দারাই বাংলাভাষী। তবে বিদ্যুৎ পরিষেবা না থাকায় সমস্যায় পড়েছিলেন গ্রামের সকলেই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এবার মালদহের ওই গ্রামে গ্রামে বিদ্যুৎ পরিষেবার উদ্বোধন করেন স্থানীয় মালদহ জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম। তিনি জানান, “বাংলা বিহার সীমানায় অবস্থিত এই গ্রামে দুই রাজ্যের বাসিন্দাদের বসবাস। তবে আমরা প্রশাসনিক পদ্ধতি অনুযায়ী আমাদের রাজ্যের বাসিন্দাদের বিদ্যুৎ পরিষেবা দিয়েছি। আশা করছি এর ফলে আগামীতে গ্রামে বসবাসকারী দুই রাজ্যের সকল বাসিন্দারা উপকৃত হবেন।”
এদিকে গ্রামে বাংলার বাসিন্দাদের বাড়িতে বিদ্যুৎ পরিষেবা হওয়ায় আশায় বুক বেঁধেছেন গ্রামেরই বিহারের বাসিন্দারা। বাড়ির পাশেই বিদ্যুৎ পরিষেবা হওয়ায় কিছুটা হলেও বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে উপকৃত হবেন বিহারের বাসিন্দারাও বলে আশাবাদী সকলে।