TRENDING:

5G-র যুগে ছিল না বিদ্যুৎ! রাজ্যের 'এই' গ্রামে স্বাধীনতার ৭৯ বছর পরিষেবা মিলতেই ঘটা করে উদ্বোধনে প্রশাসন

Last Updated:

আট থেকে আশিরা ব্যস্ত যখন আধুনিক প্রযুক্তির ব্যবহারে। সেখানে দাঁড়িয়ে স্বাধীনতার প্রায় ৭৯ বছর পরও বিদ্যুতের আলো পেত না এই গ্রাম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: মালদহের একই গ্রামে রয়েছে দুই রাজ্যের বাসিন্দা। কেউ বিহারের বাসিন্দা তো আবার কেউ পশ্চিমবঙ্গের। আর সেই গ্রামেই এতদিন ছিল না কোনওরকম বিদ্যুৎ পরিষেবা। দেশ স্বাধীনের প্রায় ৭৯ বছর পর ভারত ডিজিটাল যুগে পরিণত হলেও দুই রাজ্যের সীমানায় অবস্থিত এই গ্রাম থেকেছে আলোহীন অবস্থায়। বর্তমান যুগে যেখানে শহর থেকে গ্রামের অলিগলিতে পৌঁছে গেছে বিদ্যুৎ থেকে ফাইভ-জি নেটওয়ার্ক পরিষেবা। যেখানে আট থেকে আশিরা ব্যস্ত আধুনিক প্রযুক্তির ব্যবহারে। সেখানে দাঁড়িয়ে স্বাধীনতার প্রায় ৭৯ বছর পর বিদ্যুতের আলো পেল মালদহের হরিশ্চন্দ্রপুরে রাজ্য সীমানায় অবস্থিত এই গ্রামে থাকা বাংলার বাসিন্দারা।
advertisement

আরও পড়ুন: আচমকা হলটা কী বাঁকুড়ায়! মাঠের ধারে, পুকুর পাড়ে ড্রোন নিয়ে হাজির চাষিরা, জানুন

দুই রাজ্যের সীমানায় অবস্থিত এই গ্রামের দুর্ভোগের কাহিনী যেন হার মানাবে সাদাকালো চিত্রের সিনেমাকেও। বাংলা বিহার সীমানায় অবস্থিত বিহারের সুরতপুর ও মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের অনুপনগর গ্রাম। গ্রামের নাম আলাদা হলেও দুই রাজ্যের বাসিন্দাদের বাড়ি ঘর একই জায়গায়। গ্রামের দুই রাজ্যের বাসিন্দারাই বাংলাভাষী। তবে বিদ্যুৎ পরিষেবা না থাকায় সমস্যায় পড়েছিলেন গ্রামের সকলেই।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তবে এবার মালদহের ওই গ্রামে গ্রামে বিদ্যুৎ পরিষেবার উদ্বোধন করেন স্থানীয় মালদহ জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম। তিনি জানান, “বাংলা বিহার সীমানায় অবস্থিত এই গ্রামে দুই রাজ্যের বাসিন্দাদের বসবাস। তবে আমরা প্রশাসনিক পদ্ধতি অনুযায়ী আমাদের রাজ্যের বাসিন্দাদের বিদ্যুৎ পরিষেবা দিয়েছি। আশা করছি এর ফলে আগামীতে গ্রামে বসবাসকারী দুই রাজ্যের সকল বাসিন্দারা উপকৃত হবেন।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বসিরহাটে মঞ্চ কাঁপিয়ে দিলেন টলিউড নায়িকা শ্রাবন্তী, বিজয়া সম্মিলনীতে বিরাট চমক
আরও দেখুন

এদিকে গ্রামে বাংলার বাসিন্দাদের বাড়িতে বিদ্যুৎ পরিষেবা হ‌ওয়ায় আশায় বুক বেঁধেছেন গ্রামেরই বিহারের বাসিন্দারা। বাড়ির পাশেই বিদ্যুৎ পরিষেবা হওয়ায় কিছুটা হলেও বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে উপকৃত হবেন বিহারের বাসিন্দারাও বলে আশাবাদী সকলে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
5G-র যুগে ছিল না বিদ্যুৎ! রাজ্যের 'এই' গ্রামে স্বাধীনতার ৭৯ বছর পরিষেবা মিলতেই ঘটা করে উদ্বোধনে প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল