ত্রাণ সামগ্রী আনতে কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য বাজারে যাওয়ার একমাত্র ভরসা নৌকা। তবে নৌকায় নিত্য যাতায়াতের ক্ষেত্রে আর্থিক সামর্থ্য না থাকায় নিজেরাই টিনের নৌকা তৈরি করিয়ে যাতায়াত করছেন বন্যা কবলিত গ্রামবাসী। এমন পরিস্থিতিতে টিনের ডিঙি নৌকা তৈরির ব্যস্ততার ছবি নজরে এল মালদহের মানিকচক ব্লকের মথুরাপুর বাজার এলাকায়।
আরও পড়ুন : টিউশনে ডেকে ছাত্রীকে কুপ্রস্তাব! এক বছরের মাথায় অভিযুক্তকে বড় সাজা দিল আদালত
advertisement
বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের তরফে যাতায়াতের ক্ষেত্রে কোনওরকম সুব্যবস্থা না পেয়ে, তারা নিজেরা তৈরি করছেন টিনের ডিঙি নৌকা। টিন কিনে এনে ১৮০০ থেকে ২৫০০ টাকা দিয়ে তৈরি করাতে হচ্ছে নৌকা। বন্যা কবলিত ভুতনি এলাকার এক বাসিন্দা বিজয় মন্ডল জানান, “এমনিতেই অসহায় অবস্থায় ত্রানের অপেক্ষায় বসে থাকতে হয়। অর্থ উপার্জন একেবারেই নেই। নৌকা কিনব নাকি খাওয়া-দাওয়া করব কিছুই বুঝে উঠতে পারছিনা।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফি বছরই মালদহের মানিকচক, রতুয়া, হরিশ্চন্দ্রপুর ও বৈষ্ণবনগর সহ একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি লক্ষ্য করা যায়। তবে অন্যান্য এলাকার তুলনায় ভয়াবহ বন্যা পরিস্থিতি থাকে মালদহের ভুতনিতে। প্রতিবছর এই সময় চাহিদা বাড়ে টিনের ডিঙি নৌকার। যার ফলে চরম ব্যস্ততা দেখা দেয় কাঠমিস্ত্রিদের। তবে কাঠমিস্ত্রিদের আয় হলেও, এমন অবস্থায় বন্যা কবলিদের যে বাড়তি টাকা খরচ হচ্ছে, তা চিন্চার বিষয় হয়েছে অনেকের কাছে।