টিউশনে ডেকে ছাত্রীকে কুপ্রস্তাব! এক বছরের মাথায় অভিযুক্তকে বড় সাজা দিল আদালত

Last Updated:

টানা এক বছর ধরে এই মামলা চলেছে। অবশেষে অভিযুক্ত উপযুক্ত শাস্তি পেয়েছে।‌

পুরুলিয়া আদালত।
পুরুলিয়া আদালত।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : সরকারি কলেজে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে অধ্যাপককে পাঁচ বৎসরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। পুরুলিয়ার দেশবন্ধু রোডে অবস্থিত একটি সরকারি কলেজের ঘটনা। ‌
প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বর ২০২৪ সালে পুরুলিয়া শহরের এই সরকারি কলেজে কর্মরত একজন পার্ট টাইম প্রফেসর তাঁর ভাড়া বাড়িতে টিউশন পড়ানোর নাম করে দ্বিতীয় বর্ষের এক কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব দেন।‌ ১৭ বছর বয়সী ওই নাবালিকা ছাত্রী অধ্যাপকের এই কূ-প্রস্তাবে রাজি না হলে, তার উপর নিগ্রহ করেন অভিযুক্ত ওই অধ্যাপক।
আরও পড়ুন : খেলা দেখাচ্ছে নিম্নচাপ, সকাল থেকে বৃষ্টি! সামনে অমাবস্যা, ভয়ে কাঁপছে উপকূল এলাকা
এরপর ওই নাবালিকা ছাত্রীর মা পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত ওই অধ্যাপককে গ্রেফতার করা হয়। টানা এক বছর চলে এই মামলা। মঙ্গলবার এই ঘটনার শেষ শুনানি ছিল। পুরুলিয়া জেলা আদালতে স্পেশাল সেকেন্ড কোর্টের বিচারক রানা দাম অভিযুক্তকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার সাজা দিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন : দক্ষিণবঙ্গে দুর্যোগের ঘনঘটা, উত্তরেও সন্ধের পর ঘুরে যাবে খেলা! প্ল্যান থাকলে সকালেই ঘুরে নিন
পাশাপাশি সরকারি ভাবে নির্যাতিতা ওই নাবালিকাকে ৫০-হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন তিনি। এ বিষয়ে পুরুলিয়া জেলা আদালতের আইনজীবী শুক্লা ঘোষাল বলেন, টানা এক বছর ধরে এই মামলা চলেছে। অবশেষে অভিযুক্ত উপযুক্ত শাস্তি পেয়েছে।‌ বিচারক রানা দাম অভিযুক্তকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকার জরিমানার নির্দেশ দিয়েছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিগত এক বছর আগে নাবালিকা ছাত্রীর উপর অধ্যাপকের এই নিগ্রহের ঘটনায় গর্জে উঠেছিল গোটা পুরুলিয়া। তার বিচারের দাবিতে সরব হয়েছিলেন বহু মানুষ। অবশেষে এক বছর পর বিচার পেল ওই নাবালিকা ছাত্রী। বিচারকের এই দিনের রায়ে খুশি পরিবারের সদস্যরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টিউশনে ডেকে ছাত্রীকে কুপ্রস্তাব! এক বছরের মাথায় অভিযুক্তকে বড় সাজা দিল আদালত
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement