TRENDING:

Lottery Jackpot: ৩০ টাকায় স্বপ্নপূরণ! রাতারাতি কোটিপতি মাছ বিক্রেতা

Last Updated:

Lottery Jackpot: মালদাহের ইংরেজবাজার থানার সাতটারি গ্রামে বাড়ি মাছ বিক্রেতার, ডিয়ার লটারি টিকিট কেটে কোটিপতি হলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরষিত সিংহ, মালদহ: মাত্র ৩০ টাকাতেই স্বপ্নপূরণ। রাতারাতি কোটিপতি হলেন মাছ বিক্রেতা। সংসারের অভাব অনটনের দিন শেষ। লটারি কেটে কোটিপতি হয়ে এখন তিনি গ্রামে সেলিব্রেটি। লটারির টিকিট মেলানোর পর থেকেই তাঁর বাড়িতে ভিড় গ্রামবাসীদের। একসঙ্গে এত টাকা তিনি কী করবেন এখন ভেবে উঠতে পারছেন না। তবে লটারি কেটে সংসারের অভাব অনটন ঘুচল।
লটারি বিজেতার সঙ্গে প্রতিবেশীরা
লটারি বিজেতার সঙ্গে প্রতিবেশীরা
advertisement

লটারি বিজেতার নাম বাবলু চৌধুরী। বাড়ি মালদহের ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রামে। পেশায় তিনি মাছ বিক্রেতা। মালদহ থেকে মাছ নিয়ে গিয়ে বিহারে বিক্রি করতেন।‌প্রতিদিন তিনি মাছ বিক্রি করতে যান। মাঝে মধ্যে লটারি কাটতেন।শুক্রবার সন্ধ্যায় গ্রামের ডিয়ার লটারির কাউন্টার থেকে ৩০ টাকার টিকিট কাটেন। রাত আটটায় খেলা হয়। ফলাফল প্রকাশিত হতেই বিক্রেতা প্রথমে দেখেন তার কাউন্টার থেকে প্রথম পুরস্কার লেগেছে। টিকিটের নম্বর মিলিয়ে সুনিশ্চিত করেন টিকিট বিক্রেতা তাপস কুমার চৌধুরী।

advertisement

আরও পড়ুন : বিয়ের মরশুমে টোপরের চাহিদা তুঙ্গে! কারিগরের হাতে দিনের শেষে কত টাকা আসে জানলে চমকে যাবেন

বাবলু চৌধুরী বলেন, ‘‘শুক্রবার সন্ধ্যায় টিকিট কেটেছিলাম ৩০ টাকার। ভাবতে পারিনি প্রথম পুরস্কার পেয়ে যাব। এক কোটি টাকা পেয়ে আমি খুব খুশি। এই টাকা নিয়ে আমি আমার স্বপ্ন পূরণের পাশাপাশি সংসার চালানোর জন্য ভাল কিছু কাজে লাগাবো।রাতারাতি এই খবর চাউর হতেই হইচই ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। খবর জানানো হয় স্থানীয় পুলিশ থানায়।’’

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বাবলু চৌধুরীর বাড়িতে রয়েছেন স্ত্রী, মা এবং কাকা। দিন আনা খেটে খাওয়া মাছ বিক্রেতা বাবলু চৌধুরী। লটারির টিকিট পাওয়ায় হয়তো আর বিহার মাছ বিক্রি করতে যেতে হবে না বাবলুকে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lottery Jackpot: ৩০ টাকায় স্বপ্নপূরণ! রাতারাতি কোটিপতি মাছ বিক্রেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল