Bengali Wedding: বিয়ের মরশুমে টোপরের চাহিদা তুঙ্গে! কারিগরের হাতে দিনের শেষে কত টাকা আসে জানলে চমকে যাবেন
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bengali Wedding: ভাল নেই শোলা কারিগর,এ বাংলার সংস্কৃতিতে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে শোলা শিল্প, বাঙালি বিভিন্ন পুজার্চনা থেকে হিন্দু বিবাহের অন্যতম প্রধান উপকরণ শোলার তৈরি সামগ্রী
রাকেশ মাইতি, হাওড়া: এ বাংলার সংস্কৃতিতে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে শোলা শিল্প! বাঙালি বিভিন্ন পুজার্চনা থেকে হিন্দু বিবাহের অন্যতম প্রধান উপকরণ শোলার তৈরি সামগ্রী। যেমন পুজোর চাঁদমালা বা অন্যান্য শোলার সামগ্রীর মতই হিন্দু বিবাহ অনুষ্ঠানে শোলার তৈরি বরের টোপর ও মুকুট অন্যতম উপকরণ। শোলার এই উপকরণ ছাড়া নিয়ম অনুযায়ী বাঙালির হিন্দু বিবাহ কোনও ভেবেই সম্ভব নয়।
সেকাল থেকে একালেও শোলার তৈরি উপকরণের চাহিদা রয়েছে। তবে এই শোলা গাছ সংগ্রহ থেকে উপকরণ তৈরি জেলার কারিগরদের অবস্থার উন্নতি নেই বলেই জানাচ্ছে। এই সমস্ত কারিগরদের হাতে তৈরি হয় বেশ কয়েক রকমের টোপর। এক একটি টোপর তৈরি করতে কয়েক ঘন্টা সময় লাগে। ১০০ টাকা দাম থেকে ৩৫০ টাকা দামের টোপর তৈরি হয়। প্রতিবছর পুজোর শেষ হলেই টোপর তৈরি চাপ বাড়ে। সাধারণত এই টোপরের কাজে চাপ থাকে অগ্রহায়ণ, মাঘ, ফাল্গুন,বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের লগনসায়।
advertisement
আরও পড়ুন : এক লাফে বাড়ল ডিমের দাম! কেকের মরশুমে এ বার কি ডিম নাগালের বাইরে নাকি কমবে দাম? জেনে নিন
জানা যায়, এর কাঁচা মাল অর্থাৎ শোলা আমদানি হয় পাশের জেলা মেদিনীপুর থেকে। দিন দিন কাঁচামালের দাম বাড়ছে। ফলে এই শিল্পে লাভের পরিমাণ কমছে। শোলা গাছ নিয়ে আসর পর তার ছাল ছড়িয়ে কাজের উপযুক্ত করা। তারপর বিভিন্ন সাইজ বা সেপের কাটিং। চাঁদমালা বা শোলার মুকুট তৈরি করতে প্রথমে ফরমা তৈরি। তারপর আঠা দিয়ে শোলার সৌখিন ডিজাইন কেটে বসানো হয়।
advertisement
advertisement
শোলা কারিগরদের কথায় জানা যায়, একটি ভাল শোলার টোপর তৈরি করতে সময় লাগে প্রায় চার – পাঁচ ঘণ্টা। পুরুষদের সঙ্গে কাজে সহযোগিতা করে বাড়ির মহিলারা। বর্তমানে কাচা মালের দাম বাড়ার ফলে লাভের পরিমাণ কম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2023 11:12 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Wedding: বিয়ের মরশুমে টোপরের চাহিদা তুঙ্গে! কারিগরের হাতে দিনের শেষে কত টাকা আসে জানলে চমকে যাবেন