Bengali Wedding: বিয়ের মরশুমে টোপরের চাহিদা তুঙ্গে! কারিগরের হাতে দিনের শেষে কত টাকা আসে জানলে চমকে যাবেন

Last Updated:

Bengali Wedding: ভাল নেই শোলা কারিগর,এ বাংলার সংস্কৃতিতে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে শোলা শিল্প, বাঙালি বিভিন্ন পুজার্চনা থেকে হিন্দু বিবাহের অন্যতম প্রধান উপকরণ শোলার তৈরি সামগ্রী

+
ভাল

ভাল নেই বাংলার সংস্কৃতিতে জড়িয়ে থাকা শোলা শিল্পের কারিগর

রাকেশ মাইতি, হাওড়া: এ বাংলার সংস্কৃতিতে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে শোলা শিল্প! বাঙালি বিভিন্ন পুজার্চনা থেকে হিন্দু বিবাহের অন্যতম প্রধান উপকরণ শোলার তৈরি সামগ্রী। যেমন পুজোর চাঁদমালা বা অন্যান্য শোলার সামগ্রীর মতই হিন্দু বিবাহ অনুষ্ঠানে শোলার তৈরি বরের টোপর ও মুকুট অন্যতম উপকরণ। শোলার এই উপকরণ ছাড়া নিয়ম অনুযায়ী বাঙালির হিন্দু বিবাহ কোনও ভেবেই সম্ভব নয়।
সেকাল থেকে একালেও শোলার তৈরি উপকরণের চাহিদা রয়েছে। তবে এই শোলা গাছ সংগ্রহ থেকে উপকরণ তৈরি জেলার কারিগরদের অবস্থার উন্নতি নেই বলেই জানাচ্ছে। এই সমস্ত কারিগরদের হাতে তৈরি হয় বেশ কয়েক রকমের টোপর। এক একটি টোপর তৈরি করতে কয়েক ঘন্টা সময় লাগে। ১০০ টাকা দাম থেকে ৩৫০ টাকা দামের টোপর তৈরি হয়। প্রতিবছর পুজোর শেষ হলেই টোপর তৈরি চাপ বাড়ে। সাধারণত এই টোপরের কাজে চাপ থাকে অগ্রহায়ণ, মাঘ, ফাল্গুন,বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের লগনসায়
advertisement
আরও পড়ুন : এক লাফে বাড়ল ডিমের দাম! কেকের মরশুমে এ বার কি ডিম নাগালের বাইরে নাকি কমবে দাম? জেনে নিন
জানা যায়, এর কাঁচা মাল অর্থাৎ শোলা আমদানি হয় পাশের জেলা মেদিনীপুর থেকে। দিন দিন কাঁচামালের দাম বাড়ছে। ফলে এই শিল্পে লাভের পরিমাণ কমছে। শোলা গাছ নিয়ে আসর পর তার ছাল ছড়িয়ে কাজের উপযুক্ত করা। তারপর বিভিন্ন সাইজ বা সেপের কাটিং। চাঁদমালা বা শোলার মুকুট তৈরি করতে প্রথমে ফরমা তৈরি। তারপর আঠা দিয়ে শোলার সৌখিন ডিজাইন কেটে বসানো হয়।
advertisement
advertisement
শোলা কারিগরদের কথায় জানা যায়, একটি ভাল শোলার টোপর তৈরি করতে সময় লাগে প্রায় চার – পাঁচ ঘণ্টা। পুরুষদের সঙ্গে কাজে সহযোগিতা করে বাড়ির মহিলারা। বর্তমানে কাচা মালের দাম বাড়ার ফলে লাভের পরিমাণ কম।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Wedding: বিয়ের মরশুমে টোপরের চাহিদা তুঙ্গে! কারিগরের হাতে দিনের শেষে কত টাকা আসে জানলে চমকে যাবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement