TRENDING:

স্পেশ্যাল ক্ষীর আর...! স্বাদে লাজবাব! ভাপা পিঠে নাম বদলে আলাদা রকম জনপ্রিয় মালদহে, শীতের সন্ধেয় অঢেল বিক্রি

Last Updated:

শীতের মরশুমের জানান দিতে শহরের অলিতেগলিতে দোকান সাজিয়ে বসতে শুরু করেছেন পিঠে বিক্রেতারা। মালদহের ব্যাপক বিক্রি নতুন আলাদা নামের পিঠে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: বাংলায় পরিচিত ভাপা পিঠে, নামে তবে এই জেলায় বিশেষ নামে চেনা হয় ভাপা পিঠেকে। স্পেশ্যাল ক্ষীর ও গুড় দিয়ে তৈরি জেলার বিখ্যাত এই পিঠে মালদহ জেলায় পরিচিত ভাক্কা পিঠে নামে। শীতের মরশুমের জানান দিতে শহরের অলিতেগলিতে দোকান সাজিয়ে বসতে শুরু করেছেন ভাক্কা পিঠে বিক্রেতারা। চাল ও নারকেল গুঁড়োর সঙ্গে বিশেষ ক্ষীর, খেজুরের গুড় ও কাজু দিয়ে তৈরি করছেন একাধিক রকম ভাক্কা পিঠে।
advertisement

দাম বেশি নয়, মাত্র ২০ টাকায় পাবেন মালদহের এই বিশেষ ভাক্কা পিঠে। সন্ধে নামলেই দোকানের সামনে ভিড় জমছে খাদ্য রসিকদের। কেউ বাড়ির জন্য তো আবার কেউ শখ করে খেতে আসছেন এই ভাক্কা পিঠে। সারা বছর দেখা না গেলেও শীতের মরশুমে চাহিদা বাড়ে এই ভাক্কা পিঠের।

আরও পড়ুন: লাভা থেকে মাত্র ৬ কিমি দূরে নতুন ‘পাহাড়ি স্বর্গ’! নিরিবিলি পরিবেশ, সঙ্গীর সঙ্গে রাত কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন

advertisement

View More

ভাক্কা বিক্রেতা ইন্দ্রজিৎ রায় জানান, “শীতের মরশুমে প্রায় তিন মাস ব্যাপক চাহিদা থাকে ভাক্কা পিঠের। প্রতিবছরই এই সময়টা দোকান করে বিশেষ ক্ষীরের ভাক্কা পিঠে বিক্রি করি। পাশাপাশি পাটি সাপটাও ব্যাপক বিক্রি হয়। মালদহ জেলায় ভাক্কা পিঠে নামে পরিচিত এই ভাবা পিঠে।” এক খাদ্য রসিক সানি চৌহান জানান, “ক্ষীর, খেজুরের গুড়, কাজু, কিসমিস-সহ একাধিক রকম খাদ্য সামগ্রী দিয়ে তৈরি এই ভাক্কা পিঠে খেতে বেশ সুস্বাদু লাগে। শীতের মরশুমে প্রায় ভাক্কা পিঠে খেতে আসি‌।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
স্পেশ্যাল ক্ষীর আর...! স্বাদে লাজবাব! ভাপা পিঠে নাম বদলে আলাদা রকম জনপ্রিয় মালদহে
আরও দেখুন

ফাস্টফুডের দোকানে সারা বছর অন্যান্য রকম খাবার চাহিদা থাকলেও শীতের মরশুমে চাহিদা বাড়ে মালদহ জেলার বিখ্যাত এই ভাক্কা পিঠের। শীতের মরশুমে জলের বাষ্পে সেদ্ধ করা এই ভাক্কা পিঠে গরমাগরম খাদ্যের চাহিদা মেটাচ্ছে খাদ্য রসিকদের।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
স্পেশ্যাল ক্ষীর আর...! স্বাদে লাজবাব! ভাপা পিঠে নাম বদলে আলাদা রকম জনপ্রিয় মালদহে, শীতের সন্ধেয় অঢেল বিক্রি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল