যেখানে পরিচয় গোপন থাকবে খবর প্রদানকারীর। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে পুলিশের তরফে বিশেষ এই কিউআর কোডের ছবি পোস্ট করে প্রচার চালানো হচ্ছে। জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মূলত অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িতদের সহজে হদিস পেতে এমন বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। স্পর্শকাতর এলাকা ও জনবহুল এলাকায় পোস্টার দিয়ে বারকোড যুক্ত এই কিউআর কোড টাঙান হবে।
advertisement
এ প্রসঙ্গে মালদহ জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানিয়েছেন, “অপরাধমূলক কর্মকাণ্ডে লাগাম দিতে বিশেষ এই কিউআর কোড সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। সেই সঙ্গে লিফলেট তৈরি করে কিউআর কোড প্রত্যন্ত গ্রামে ছড়ানো হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেমন বাজার জনবহুল এলাকায় টাঙান থাকবে এই কিউআর কোড। কিউআর কোডের মাধ্যমে খবর প্রদানকারী ব্যক্তির নাম পরিচয় গোপন থাকবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে পুলিশের এই স্ক্যানার ঘিরে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জেলার বণিক মহল থেকে সাধারণ মানুষ। প্রশংসা করে মালদহের মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জেলা সভাপতি উজ্জ্বল সাহা জানান, “পুলিশের বিশেষ এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে পুলিশের এই ব্যবস্থা সত্যি খুব দূরদর্শী। সংগঠনের তরফ থেকেও পুলিশের এই কিউআর কোডটির প্রচার চালান হবে।”






