মালদহ শহরের বেসরকারি একটি স্কুলের ফ্যাশন শো প্রদর্শনীতে জায়গা পায় কাগজের তৈরি এই বিশেষ পোশাক। বিশেষ এই পোশাক প্রস্তুতকারক সৌরশী সাহা জানান, “স্কুলের একটি বিশেষ ফ্যাশন শো অনুষ্ঠানে প্রদর্শনীর জন্য নিজেই কাগজের পোশাক তৈরি করি। বাড়িতে ফেলে দেওয়া সংবাদপত্রের কাগজ, আঠা, কার্ডবোর্ড, থার্মকল-সহ বিভিন্ন সামগ্রী দিয়ে এই বিশেষ পোশাক তৈরি করেছি। ফেলে দেওয়া সামগ্রীও যে পুনরায় ব্যবহার করা যায় তা তুলে ধরাই মূল উদ্দেশ।”
advertisement
আরও পড়ুনঃ ক্যানভাসে ফিরল হারানো ঐতিহ্য! আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে তমলুকে আর্ট ওয়ার্কশপ, দেখুন রং-তুলির খেলা
মালদহ শহরের একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্রী সৌরশী সাহা। বাড়ি মালদহ শহরের গৌড় রোড তালতলা এলাকায়। সৌরশীর মা রিম্পা সাহা জানান, “ছোটবেলা থেকেই বাড়িতে ফেলে দেওয়া জিনিস সযত্নে রাখে সে। ফেলে দেওয়া বিভিন্ন সামগ্রী দিয়ে বিভিন্ন সময় কিছু না কিছু তৈরি করে। স্কুলের একটি ফ্যাশন শো অনুষ্ঠানের জন্য কাগজের পোশাক তৈরি করেছে সে। তার এমন চিন্তাভাবনা সত্যি খুব দূরদর্শী।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্ষণস্থায়ী হলেও এই কাগজের পোশাক নজর কেড়েছে সকলের। নবম শ্রেণির ছাত্রীর কাগজের তৈরি বিশেষ সুন্দর এই পোশাক শিল্পকলার অন্যতম উদাহরণ। সামান্য কাগজের তৈরি এই পোশাকও যে বিশেষ ফ্যাশন শো প্রদর্শনীতে জায়গা করতে পারে তা দেখে অবাক সকলে।





