Tamluk Art Workshop: ক্যানভাসে ফিরল হারানো ঐতিহ্য! আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে তমলুকে আর্ট ওয়ার্কশপ, দেখুন রং-তুলির খেলা
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
East Medinipur Tamluk Art Workshop: তমলুক রাজবাড়ি প্রাঙ্গণে আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে হল আর্ট ওয়ার্কশপ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ২০ জনেরও বেশি শিল্পী অংশগ্রহণ করেন।
advertisement
advertisement
advertisement
চিত্রশিল্পীদের আঁকা ছবিতে ফুটে ওঠে নানান ধরনের বিষয়। এর পাশাপাশি আর্ট ওয়ার্কশপে বোঝানো হয়, রঙ কীভাবে শিশু মনের প্রকৃত আয়না হয়ে ওঠে। শিল্পীরা জানান, কোনও শিশু খুব গাঢ় রঙ প্রথমেই পছন্দ করে তাহলে জানতে হবে শিশু মনে কোনও অবসাদ জমা আছে। তার মধ্যে জন্ম নিচ্ছে ঘৃণা ও ভয়। আবার কোনও শিশু যদি প্রথমেই হালকা বা উজ্জ্বল রঙ পছন্দ করে। তাহলে সেই শিশু অনেক প্রাণবন্ত ও খোলামেলা।
advertisement
advertisement







