Tamluk Art Workshop: ক্যানভাসে ফিরল হারানো ঐতিহ্য! আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে তমলুকে আর্ট ওয়ার্কশপ, দেখুন রং-তুলির খেলা

Last Updated:
East Medinipur Tamluk Art Workshop: তমলুক রাজবাড়ি প্রাঙ্গণে আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে হল আর্ট ওয়ার্কশপ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ২০ জনেরও বেশি শিল্পী অংশগ্রহণ করেন।
1/6
তমলুক রাজবাড়ি প্রাঙ্গণে চিত্রশিল্পীদের ক্যানভাসে তুলি। ক্যানভাসে ফিরল হারানো ঐতিহ্য। শৈশবের অবসাদ মুছতে দাওয়াই 'রঙ'। আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে আর্ট ওয়ার্কশপ। (ছবি ও তথ্য: সৈকত শী)
তমলুক রাজবাড়ি প্রাঙ্গণে চিত্রশিল্পীদের ক্যানভাসে তুলি। ক্যানভাসে ফিরল হারানো ঐতিহ্য। শৈশবের অবসাদ মুছতে দাওয়াই 'রঙ'। আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে আর্ট ওয়ার্কশপ। (ছবি ও তথ্য: সৈকত শী)
advertisement
2/6
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহর কয়েক হাজার বছরের পুরানো। এই শহরের ঐতিহ্য একসময় শিল্প সংস্কৃতি সাহিত্যে বিরাজমান ছিল। বহু খ্যাতনামা শিল্পীরা উঠে এসেছেন তমলুক থেকে। কিন্তু বর্তমানে তা যেন অনেকটাই পিছনের সারিতে।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহর কয়েক হাজার বছরের পুরানো। এই শহরের ঐতিহ্য একসময় শিল্প সংস্কৃতি সাহিত্যে বিরাজমান ছিল। বহু খ্যাতনামা শিল্পীরা উঠে এসেছেন তমলুক থেকে। কিন্তু বর্তমানে তা যেন অনেকটাই পিছনের সারিতে।
advertisement
3/6
সেই পুরানো ঐতিহ্য আবারও নতুনভাবে ফিরিয়ে আনা। এবং সেই সঙ্গে রঙের মাধ্যমে শিশুর মনের অবসাদ রয়েছে কিনা তা জানতে তমলুক রাজবাড়ির উদ্যোগে এই আর্ট ওয়ার্কশপ আয়োজিত হয় রাজবাড়ি প্রাঙ্গনে। এই আর্ট ওয়ার্কশপে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ২০ জনেরও বেশি শিল্পীরা ক্যানভাসে ফুটিয়ে তোলেন নানান ধরনের চিত্র।
সেই পুরানো ঐতিহ্য আবারও নতুনভাবে ফিরিয়ে আনা। এবং সেই সঙ্গে রঙের মাধ্যমে শিশুর মনের অবসাদ রয়েছে কিনা তা জানতে তমলুক রাজবাড়ির উদ্যোগে এই আর্ট ওয়ার্কশপ আয়োজিত হয় রাজবাড়ি প্রাঙ্গনে। এই আর্ট ওয়ার্কশপে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ২০ জনেরও বেশি শিল্পীরা ক্যানভাসে ফুটিয়ে তোলেন নানান ধরনের চিত্র।
advertisement
4/6
চিত্রশিল্পীদের আঁকা ছবিতে ফুটে ওঠে নানান ধরনের বিষয়। এর পাশাপাশি আর্ট ওয়ার্কশপে বোঝানো হয়, রঙ কীভাবে শিশু মনের প্রকৃত আয়না হয়ে ওঠে। শিল্পীরা জানান, কোনও শিশু খুব গাঢ় রঙ প্রথমেই পছন্দ করে তাহলে জানতে হবে শিশু মনে কোনও অবসাদ জমা আছে। তার মধ্যে জন্ম নিচ্ছে ঘৃণা ও ভয়। আবার কোনও শিশু যদি প্রথমেই হালকা বা উজ্জ্বল রঙ পছন্দ করে। তাহলে সেই শিশু অনেক প্রাণবন্ত ও খোলামেলা।
চিত্রশিল্পীদের আঁকা ছবিতে ফুটে ওঠে নানান ধরনের বিষয়। এর পাশাপাশি আর্ট ওয়ার্কশপে বোঝানো হয়, রঙ কীভাবে শিশু মনের প্রকৃত আয়না হয়ে ওঠে। শিল্পীরা জানান, কোনও শিশু খুব গাঢ় রঙ প্রথমেই পছন্দ করে তাহলে জানতে হবে শিশু মনে কোনও অবসাদ জমা আছে। তার মধ্যে জন্ম নিচ্ছে ঘৃণা ও ভয়। আবার কোনও শিশু যদি প্রথমেই হালকা বা উজ্জ্বল রঙ পছন্দ করে। তাহলে সেই শিশু অনেক প্রাণবন্ত ও খোলামেলা।
advertisement
5/6
তমলুক রাজবাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই আর্ট ওয়ার্কশপে অংশগ্রহণ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী সিমসন দাস জানান,
তমলুক রাজবাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই আর্ট ওয়ার্কশপে অংশগ্রহণ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী সিমসন দাস জানান, "প্রাচীন তাম্রলিপ্ত নগরী শিল্পকলা সাহিত্য ও সংস্কৃতির পীঠস্থান ছিল। বর্তমানে তা অনেকটাই পিছনের সারিতে। তমলুকের সেই পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এই আর্ট ওয়ার্কশপ।"
advertisement
6/6
এই আর্ট ওয়ার্কশপের উদ্যোক্তার কথায় জানা যায়, প্রাচীন তাম্রলিপ্ত নগরীর ঐতিহ্য নতুনভাবে তুলে ধরতে আর্ট ওয়ার্কশপ আগামী দিনেও আয়োজন করা হবে। এর পাশাপাশি শিশু মনের অবসাদ দূর করতে রঙকে মাধ্যম করার প্রয়াস জারি থাকবে। (ছবি ও তথ্য: সৈকত শী)
এই আর্ট ওয়ার্কশপের উদ্যোক্তার কথায় জানা যায়, প্রাচীন তাম্রলিপ্ত নগরীর ঐতিহ্য নতুনভাবে তুলে ধরতে আর্ট ওয়ার্কশপ আগামী দিনেও আয়োজন করা হবে। এর পাশাপাশি শিশু মনের অবসাদ দূর করতে রঙকে মাধ্যম করার প্রয়াস জারি থাকবে। (ছবি ও তথ্য: সৈকত শী)
advertisement
advertisement
advertisement