তাইকন্ডো প্রশিক্ষক হিসেবে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন তিনি। তারই সুবাদে মিলল বিশেষ সম্মান। রাজ্যের একমাত্র তাইকন্ডো প্রশিক্ষক হিসাবে সম্মান পেলেন মালদহে অমিত কুমার ঘোষ। পেশায় তিনি সিভিক ভলেন্টিয়ার। নিজের কর্মব্যস্ততার ফাঁকে মালদহের ইংরেজবাজার ব্লকের মহেশপুর প্রভাত সঙ্গের মাঠে নিয়মিত তাইকন্ডো শেখান পেশায় সিভিক ভলেন্টিয়ার অমিত কুমার ঘোষ। তিনি বলেন, ”পশ্চিমবঙ্গের মধ্যে আমি একমাত্র তাইকন্ডো প্রশিক্ষক হিসেবে এই সম্মান পেয়েছি। আগামীতে প্রশিক্ষক হিসাবে আরও উৎসাহ পাব। আমি একজন সিভিক ভলেন্টিয়ার। ডিউটির ফাঁকে প্রশিক্ষণ দিয়ে থাকি।”
advertisement
আরও পড়ুন: বাজারে OnePlus-এর নতুন ফোন! অথচ এত সস্তায়? চোখ ধাঁধানো সব ফিচার, দাম দেখে নিন
ভারতবর্ষের একটি প্রতিষ্ঠিত সংস্থার পক্ষ থেকে প্রতি বছর শিক্ষা ও সাহিত্যের ওপর বিশেষ সম্মান প্রদান করা হয়ে থাকে। এই বিশেষ সম্মান বিভিন্ন ক্যাটাগরির বিশিষ্টজনদের মধ্যে প্রদান করা হয়। তাইকন্ডো, যোগা, সাহিত্য, বিজ্ঞানী-সহ বিভিন্ন বিভাগে এক্সিসেল্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। নমিনেশনের মাধ্যমে বেছে নেওয়া হয় পুরস্কার প্রাপকদের। পশ্চিমবঙ্গ তথা দেশের মধ্যে এবার তাইকন্ডো প্রশিক্ষক হিসেবে এই এক্সিলেন্ট অ্যাওয়ার্ড পেলেন মালদহের তাইকন্ডো প্রশিক্ষক অমিত কুমার ঘোষ।
এই সম্মান পেয়ে তিনি খুব খুশি। আগামীতে তাইকন্ডো প্রশিক্ষণ দেওয়াতে তাঁর আরও আগ্রহ বাড়াবে বলে তিনি জানান। গত চার বছর ধরে এলাকার খুদে স্কুল পড়ুয়াদের তাইকন্ডো প্রশিক্ষণ দিয়ে আসছেন অমিতবাবু। একসময় তিনি নিজেই প্রশিক্ষণ নিয়েছেন। পেশায় তিনি সিভিক ভলেন্টিয়ার। নিজের কর্মব্যস্ততার ফাঁকে নিয়মিত যেটুকু সময় পান সেই সময়কে কাজে লাগিয়েই নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছেন। বর্তমানে তার কাছে এলাকার ৩০ জন স্কুল পড়ুয়া এই আত্মরক্ষার প্রশিক্ষণ নিচ্ছে। ভাল প্রশিক্ষণ দেওয়ার সুবাদেই তিনি এই সম্মান অর্জন করেছেন।
হরষিত সিংহ