গ্রাম পঞ্চায়েতের প্রবেশদ্বার থেকে শুরু করে অফিস ঘর, সভাকক্ষ, বারান্দা প্রতিটি দেওয়াল জুড়ে রয়েছে মনীষীদের ছবি এবং বাণী। রয়েছে হস্তশিল্পীদের তৈরি একাধিক রকম মডেল। এই মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে গ্রাম বাংলার পরিবেশকে। শুধু তাই নয় পঞ্চায়েতের থিমে তুলে ধরা হয়েছে জেলার ঐতিহাসিক নিদর্শনগুলিকেও। বিশেষত বর্তমান পরিস্থিতিতে নারীবান্ধব এবং শিশুবান্ধব বিষয়গুলি তুলে ধরা হয় থিমের মাধ্যমে। আর এই পুজোর থিমের আদলে তৈরি পঞ্চায়েত দফতরের সৌন্দর্যায়নকে দেখতে ছুটে আসছেন জেলা সহ ভিন জেলার জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষজন।
advertisement
আরও পড়ুন: বড় বার্তা নিয়ে প্রস্তুতি বহরমপুর সংশোধনগারের দুর্গাপুজোর, দেখলে ধন্য ধন্য বলবেন আবাসিকদের
এদিন মালদহের এই পঞ্চায়েত দফতরে ভ্রমণে আসেন পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুরের আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ জনপ্রতিনিধিরা। তাঁরা জানান, এই ধরনের পঞ্চায়েত দফতর এর আগে দেখেননি। এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খান জানান, “এই সৌন্দর্যায়নের মাধ্যমে মানুষকে সামাজিক বার্তার পাশাপাশি বাস্তবে উন্নয়নের রূপরেখা রূপান্তরের বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। আগামীতে চেষ্টা থাকবে গ্রাম পঞ্চায়েত দফতরকে আরও ভালভাবে সাজানোর পাশাপাশি বেশি করে এলাকার উন্নয়ন করা।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুজোর মরশুমে মালদহের প্রত্যন্ত এলাকার পঞ্চায়েত দফতরের এই থিম নজর কেড়েছে সকলের। এই পঞ্চায়েতের সৌন্দর্যায়নের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জেলা সহ ভিন জেলা থেকে পরিদর্শনে আশা আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।