Durga Puja 2025: বড় বার্তা নিয়ে প্রস্তুতি বহরমপুর সংশোধনগারের দুর্গাপুজোর, দেখলে ধন্য ধন্য বলবেন আবাসিকদের

Last Updated:

Durga Puja 2025: যারা অপরাধ করেছে বর্তমানে আছেন বিচারাধীন। আর তাদের হাতেই ফুটে উঠছে দেবী দশভুজার মন্ডপসজ্জা। বহরমপুরের রিক্রেয়েশন ক্লাবের পুজোর প্যান্ডেল প্রতিমা সমস্ত কিছুই আবাসিকরা করে থাকেন।

+
বহরমপুর

বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের রিক্রেশন ক্লাবের উদ্যোগে এবছর দুর্গোৎসবের থিম

বহরমপুর, কৌশিক অধিকারী: বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের রিক্রেশন ক্লাবের উদ্যোগে এবছর দুর্গোৎসবের থিম সেভ ওয়াটার সেভ আর্থ। প্রতি বছর বিভিন্ন থিমের চমক দিয়ে থাকে তারা। এবছর পুজোর থিম থেকে মানুষকে এই বার্তা দেওয়া হচ্ছে এই পৃথিবীর জন্য জল সংরক্ষণ করুন।
জানা গিয়েছে, যারা অপরাধ করেছে বর্তমানে আছেন বিচারাধীন। আর তাদের হাতেই ফুটে উঠছে দেবী দশভুজার মন্ডপসজ্জা। বহরমপুরের রিক্রেয়েশন ক্লাবের পুজোর প্যান্ডেল প্রতিমা সমস্ত কিছুই আবাসিকরা করে থাকেন। এবারে দুর্গা প্রতিমা তৈরীর ক্ষেত্রে যে আবাসিক তৈরি করতেন তিনি অসুস্থ থাকার ফলে বাইরে থেকে প্রতিমা তৈরি করার জন্য মৃৎশিল্পীকে আনা হয়েছে। তবে থিম ফুটিয়ে তোলা হচ্ছে বর্তমানে আবাসিকদের হাতেই।
advertisement
advertisement
মূলত বার্তা একটাই মানুষের মধ্যে জল সংরক্ষণের ক্ষেত্রে এই সচেতনতা বোধ কিছুতেই তৈরি হচ্ছে। নানাভাবে যেখানে সেখানে জল অপচয় হচ্ছে সেই কারণে মুর্শিদাবাদের বহরমপুরের রিক্রেয়েশন ক্লাব মানুষের মধ্যে সচেতনতাবোধ তৈরি করতে এবার তাদের এই থিম বলেই জানা গিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একটা সময়ে যারা অপরাধ করেছেন, বর্তমানে কেউ সাজা কাটছেন কেউ বা আছেন বিচারাধীন অবস্থায়। কিন্তু নিজেদের কাজের প্রতি ভালবাসা রেখেই আবাসিকরা করেছেন মন্ডপসজ্জা। এবছর ৭৯তম বর্ষে পদার্পণ করল বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের রিক্রেশন ক্লাব। এবারে সেভ ওয়াটার সেভ আর্থ থিম। বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ১৪ জন আবাসিকদের হাত দিয়ে তৈরি হয়েছে মন্ডপ সজ্জা থেকে প্রতিমা সবকিছুই। মূলত ডিআইজি তার তত্ত্বাবধানে ভাবনা, যা বাস্তবে রূপ দিয়েছেন আবাসিকরা।
advertisement
পুজো কমিটির সেক্রেটারি সুতনু মালাকার জানিয়েছেন, “প্রতি বছর আবাসিকরা নিজের হাতেই পুজোর সব কাজ করেন। আমরা বাইরে থেকে সমস্ত সরঞ্জাম এনে ব্যবস্থা করে দিই। আর আবাসিকরা প্রতিমা, প্যান্ডেল সব তৈরি করে।”
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: বড় বার্তা নিয়ে প্রস্তুতি বহরমপুর সংশোধনগারের দুর্গাপুজোর, দেখলে ধন্য ধন্য বলবেন আবাসিকদের
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement