সুরাপ্রেমীদের মাথায় হাত! রমরমিয়ে চলছে নকল কারবার, হানা দিয়ে ফাঁস করল আবগারি দফতর

Last Updated:

উৎসব অনুষ্ঠান মানেই এখন সুরাপ্রেমীরা মেতে ওঠেন মদের আসরে। অনেকেই রয়েছেন যারা আবার এসবকে ছেড়ে রোজ সুরাপান করে থাকেন।

নকল মদের কারখানায় হানা
নকল মদের কারখানায় হানা
ডেবরা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালি: উৎসব অনুষ্ঠান মানেই এখন সুরাপ্রেমীরা মেতে ওঠেন মদের আসরে। অনেকেই রয়েছেন যারা আবার এসবকে ছেড়ে রোজ সুরাপান করে থাকেন। কিন্তু সুরাপ্রেমী যারা সুরা পানে মত্ত তাদের একটি খবরে মাথায় হাত পড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাদের মাথায় হাত পড়ার মূলে নকল মদের রমরমা কারবার।
গতকাল, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দফতর এমন কারবার ফাঁস করে। এমন কারবার ফাঁস হওয়ার পর স্বাভাবিকভাবেই সুরাপ্রেমীদের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই ভাবছেন তাহলে তারা এতদিন যে মদ পান করছিলেন তা আদৌ আসল ছিল নাকি নকল! এবার জেনে নিন কোথায় ঘটল এমন ঘটনা?
advertisement
advertisement
বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় হানা দেয় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার আবগারি দফতর। গত কয়েক মাস ধরে গোপনে ডেবরার বাড়াগড় এলাকায় ১৬ নং জাতীয় পাশে বেআইনি ভাবে নকল মদ তৈরির সরঞ্জামের গোডাউন তৈরি করে চলছিল ব্যবসা। সেই গোডাউনের দুই জেলার আবগারি দফতরের যৌথ অভিযানে হাজার হাজার লিটার স্পিরিট উদ্ধার হয়। সেগুলি পরীক্ষা করার জন্য স্যাম্পাল কালেক্ট করে ল্যাবেও পাঠানো হয়েছে। গোডাউনে কর্মরত কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে বলে সূত্রের খবর।
advertisement
আবগারি দফতরের আধিকারিকদের হানার পর যা জানা যাচ্ছে তাতে ওই গোডাউনে নকল মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জড়ো করা হত এবং সেগুলি পরে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হত। এখন কোথায় কোথায় এই সকল নকল মদ তৈরির সরঞ্জাম পাঠানো হত, পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত তাও খতিয়ে দেখার কাজ চালানো হচ্ছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুরাপ্রেমীদের মাথায় হাত! রমরমিয়ে চলছে নকল কারবার, হানা দিয়ে ফাঁস করল আবগারি দফতর
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement