মালদহের হরিশচন্দ্রপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী অরুণ জিন্দালের বাড়িতে সর্বস্ব লুঠ করেছে চোরের দল। বেশ কিছুদিন ধরে ওই ব্যবসায়ী ও তাঁর পরিবারের লোকজন চিকিৎসার জন্য বাইরে রয়েছেন। সেই সুযোগে তালা ভেঙে বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা। সিসিটিভি ভাঙচুর করে চলে লুটপাট। দুষ্কৃতীরা বাড়ির প্রতিটি ঘরে ঢুকে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড করে গয়না, টাকা-সহ মূল্যবান সামগ্রী চুরি করেছে বলে অভিযোগ।
advertisement
রবিবার রাতে বাড়ির পরিচালক দরজা খুলতে গিয়ে দেখেন গ্রিল কাটা অবস্থায় রয়েছে। তখনই খবর দেওয়া হয় আশপাশের লোকজনকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। লুটপাটের ধরন দেখে অনুমান, দীর্ঘক্ষণ ধরে দুষ্কৃতীরা ওই বাড়িতে ছিল। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুনঃ লক্ষ লক্ষ টাকার বিশেষ আতশবাজি প্রদর্শনী কান্দিতে! আলোয় আলোকিত নদীর ঘাট, জমেছে বিপুল ভিড়, কেন জানেন?
ওই এলাকা বিহারের সীমান্তবর্তী হওয়ায় ভিনরাজ্যের দুষ্কৃতীদের যোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ব্যস্ততম ও জনবহুল ওই এলাকায় এভাবে চুরির খবর পেয়ে এলাকায় ভিড় করেন আতঙ্কিত ব্যবসায়ীরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। এদিকে ঘটনা ঘিরে শুরু হয়েছে শাসক-বিরোধী চাপানউতোর।
