TRENDING:

ত্রাণের খোঁজে বেরিয়েছিলেন, হঠাৎ ডিঙি উল্টে সব শেষ! বাড়ি ফেরা হল না আর, তিনদিন পরে মিলল দেহ

Last Updated:

ত্রাণ আনতে গিয়ে ডিঙ্গি উল্টে বিবেক বন্যার জলে তলিয়ে গিয়েছেন ওই যুবক। অবশেষে তিনদিন পর দেহ উদ্ধার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: বাড়ি থেকে বেরিয়ে ত্রাণ আনতে গিয়ে বন্যার জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদার বন্যা কবলিত ভুতনি থানার দক্ষিণ চন্ডিপুর এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিবেক মন্ডল। ২৫ বছর বয়স। বাড়ি ভুতনির দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর কলোনি এলাকায়।
ত্রাণ আনতে গিয়ে মৃত্যু যুবকের। (প্রতিকী ছবি।)
ত্রাণ আনতে গিয়ে মৃত্যু যুবকের। (প্রতিকী ছবি।)
advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে,‌ শনিবার দিন দুপুরে বাড়ি থেকে বেরিয়ে ছোট ডিঙি নৌকায় করে দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত দফতরে ত্রাণ আনতে যান বিবেক। তার সঙ্গে আরও এক যুবক ছিলেন। সে বাড়ি ফিরলেও বিবেক বাড়ি ফেরেননি। এরপর পরিবারের সদস্যরা পরে জানতে, ত্রাণ আনতে গিয়ে ডিঙ্গি উল্টে বিবেক বন্যার জলে তলিয়ে গিয়েছেন ওই যুবক।

advertisement

আরও পড়ুন : বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা! রেললাইনে হাতির দল, চালকদের তৎপরতায় থামল ট্রেন

তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় ওই যুবক। এরপর স্পিড বোট এনে বিপর্যয় মোকাবিলা দফতরের খোঁজাখুঁজি শুরু হয়। অবশেষে মঙ্গলবার সকালে ভুতনির সনাতনটোলা এলাকায় তার মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দফতরের রেসকিউ টিম। মৃতদেহ উদ্ধার করে ভুতনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান উদ্ধারকারী দলের সদস্যরা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মৃতের স্ত্রী সনিতা মন্ডল জানান, “তার স্বামী সাঁতার কাটতে জানতেন না। তবুও ডিঙি নৌকায় করে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে পঞ্চায়েত দফতরে ত্রাণ আনতে যান। যাওয়ার পথেই ডিঙি নৌকা ডুবে তলিয়ে যান তার স্বামী। প্রায় তিন দিন পর এদিন তাঁর দেহ উদ্ধার হয়েছে। তিনি আরও বলেন, এমনিতেই বন্যায় ডুবে রয়েছি। কিভাবে পরিবার চলবে কিছুই বুঝে উঠতে পারছি না।”

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ত্রাণের খোঁজে বেরিয়েছিলেন, হঠাৎ ডিঙি উল্টে সব শেষ! বাড়ি ফেরা হল না আর, তিনদিন পরে মিলল দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল