বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা! রেললাইনে হাতির দল, চালকদের তৎপরতায় থামল ট্রেন

Last Updated:
মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণে আনলেন ইঞ্জিন, থামিয়ে দিলেন ট্রেন। ফলে বাঁচল হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল সম্ভাব্য বড় দুর্ঘটনা।
1/5
আজ দুপুর প্রায় আড়াইটে বেজে পঞ্চান্ন মিনিট। চালু থাকা একটি আপ লোকো ইঞ্জিন ছুটে চলেছে চালসা–নাগরাকাটা লাইনে।
আজ দুপুর প্রায় আড়াইটে বেজে পঞ্চান্ন মিনিট। চালু থাকা একটি আপ লোকো ইঞ্জিন ছুটে চলেছে চালসা–নাগরাকাটা লাইনে। ছবি ও তথ্য : সুরজিত দে
advertisement
2/5
হঠাৎই ৭১/৭-৮ কিলোমিটার এলাকায় চোখে পড়ল চমকপ্রদ দৃশ্য—রেললাইনের উপর নেমে এসেছে হাতির একটি দল!
হঠাৎই ৭১/৭-৮ কিলোমিটার এলাকায় চোখে পড়ল চমকপ্রদ দৃশ্য। রেললাইনের ওপর নেমে এসেছে হাতির একটি দল! ছবি ও তথ্য : সুরজিত দে
advertisement
3/5
ঠিক তখনই তৎপর হলেন লোকো পাইলট বিকাশ কুমার এবং সহকারী লোকো পাইলট এস.আর. সরকার। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণে আনলেন ইঞ্জিন, থামিয়ে দিলেন ট্রেন। ফলে একদিকে বাঁচল হাতির দল, অন্যদিকে অল্পের জন্য রক্ষা পেল সম্ভাব্য বড় দুর্ঘটনা।
ঠিক তখনই তৎপর হলেন লোকো পাইলট বিকাশ কুমার এবং সহকারী লোকো পাইলট এস.আর. সরকার। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণে আনলেন ইঞ্জিন। থামিয়ে দিলেন ট্রেন। ফলে একদিকে বাঁচল হাতির দল, অন্যদিকে অল্পের জন্য রক্ষা পেল সম্ভাব্য বড় দুর্ঘটনা। ছবি ও তথ্য : সুরজিত দে
advertisement
4/5
রেল দফতরের তরফে জানানো হয়েছে, চালকদের এই সজাগ ভূমিকা শুধু যাত্রীদের নিরাপত্তাই নয়, বন্যপ্রাণ সুরক্ষাতেও এক বড় উদাহরণ।
রেল দফতরের তরফে জানানো হয়েছে, চালকদের এই সজাগ ভূমিকা শুধু যাত্রীদের নিরাপত্তা নয়, বন্যপ্রাণ সুরক্ষাতেও এক বড় উদাহরণ। ছবি ও তথ্য : সুরজিত দে
advertisement
5/5
পরিবেশ সংগঠনগুলির মতে, আধুনিক সতর্কীকরণ ব্যবস্থা এবং চালকদের সচেতনতা মিলিয়ে এখন অনেকটাই রোখা যাচ্ছে হাতি মৃত্যুর ঘটনা।
পরিবেশ সংগঠনগুলির মতে, আধুনিক সতর্কীকরণ ব্যবস্থা এবং চালকদের সচেতনতা মিলিয়ে এখন অনেকটাই রোখা যাচ্ছে হাতি মৃত্যুর ঘটনা। ছবি ও তথ্য : সুরজিত দে
advertisement
advertisement
advertisement