TRENDING:

Passion Fruit Cultivation: ফলের নাম প্যাশন! সহজে এই বিদেশি ফল চাষ করে এক বছরে মালামাল হয়ে যান

Last Updated:

বাজারের দিকে তাকিয়ে ইতিমধ্যে মালদহের মাটিতে প্যাশন ফ্রুট চাষ শুরু করেছেন কৃষকরা। একটি গাছ ১৫ বছর ধরে ফল দেয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: ফলের নাম প্যাশন! আর সেই বিদেশি ফলের‌ই ব্যাপক চাহিদা গৌরবঙ্গে। বিভিন্ন রাজ্যে এখন ব্যাপক হারে চাষ হচ্ছে বিদেশি প্যাশন ফ্রুট। বাংলাতেও এই বিদেশি ফলের চাষ শুরু হয়েছে। বাজারে ভাল চাহিদা থাকায় এই ফল চাষ করে মোটা মুনাফা করতে পারছেন কৃষকরাও।
advertisement

আরও পড়ুন: পড়াশোনার ফাঁকেই সরস্বতী প্রতিমা গড়ছে মাধ্যমিক পরীক্ষার্থী সোমনাথ

বাজারের দিকে তাকিয়ে ইতিমধ্যে মালদহের মাটিতে প্যাশন ফ্রুট চাষ শুরু করেছেন কৃষকরা। তেমনি একজন কৃষক হলেন কার্তিক রাম। বর্তমানে তাঁর জমিতে প্যাশন ফ্রুটের ভালই ফলন হচ্ছে। তিনিই জানালেন কীভাবে সহজ পদ্ধতিতে এই ফল চাষ করা যায়। কার্তিক রাম বলেন, শুধুমাত্র জৈব সার প্রয়োগ করে চারা লাগাতে হবে। ৬ মাসের মধ্যে গাছে ফল আসে। একটি গাছে টানা ১৫ বছর ফলন হয়। এই ফল খুব দামি। বর্তমানে ভারতে ব্যাপক চাহিদা আছে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বর্তমানে পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে চাষ শুরু না হওয়ায় গাছের চারা পাওয়া যায় না। দক্ষিণ ভারত থেকেই প্যাশন ফ্রুটের চারা নিয়ে আসতে হয়। চাষের পদ্ধতি খুবই সহজ। এই ফল চাষ করতে কোন‌ও রাসায়নিক বা সারের প্রয়োজন হয় না। গাছ লাগানোর আগে শুধুমাত্র গোবর সার দিতে হবে। নিয়মিত জল দিলেই গাছ হয়ে যাবে। তবে প্যাশন ফ্রুটের গাছ লতানো। তাই কোন‌ও বেড়ার পাশে বা জমিতে লাগালে তার উপর মাচা করে দিতে হবে। ৬ মাসের মধ্যে গাছে ফুল আসে। প্রথমে মার্চ মাসে গাছে ফুল আসে, আর সেপ্টেম্বরের দিকে সেই ফুল থেকে ফল পেকে যায়। আবার সেপ্টেম্বর থেকে গাছে ফুল আসতে শুরু করবে। জানুয়ারি, ফেব্রুয়ারি দিকে সেই ফল পাকতে শুরু করবে। একটি গাছ প্রচুর পরিমাণে ফল দেয়। একবার গাছ হয়ে গেলে প্রায় ১৫ বছর পর্যন্ত ফল দিতে পারে একটি গাছ। সঠিক পরিচর্যা করতে পারলেই বিদেশি এই ফল চাষ করে লাভবান হবেন কৃষকরা। চাইলে আপনিও চেষ্টা করে দেখতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Passion Fruit Cultivation: ফলের নাম প্যাশন! সহজে এই বিদেশি ফল চাষ করে এক বছরে মালামাল হয়ে যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল