Birbhum News: পড়াশোনার ফাঁকেই সরস্বতী প্রতিমা গড়ছে মাধ্যমিক পরীক্ষার্থী সোমনাথ

Last Updated:

সামনে মাধ্যমিক পরীক্ষা থাকায় এবার আগেভাগেই প্রতিমা গড়ছে সোমনাথ। এই প্রসঙ্গে ওই কিশোর বলেছে, পরীক্ষা শেষ হওয়ার পরই সরস্বতী পুজো। তখন আর প্রতিমা গড়ার সুযোগ থাকবে না

সরস্বতী গড়ছে মাধ্যমিক পরীক্ষার্থী
সরস্বতী গড়ছে মাধ্যমিক পরীক্ষার্থী
বীরভূম: পড়াশোনার ফাঁকেই দুর্দান্ত সরস্বতী প্রতিমা গড়ে তাক লাগিয়ে দিল বীরভূমের মাধ্যমিক পরীক্ষার্থী। দুবরাজপুরের সোমনাথ ডোমের এই কাণ্ডকারখানা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। পড়াশোনা এবং প্রতিমা তৈরির কাজ একইসঙ্গে ভারসাম্য রেখে করছে এই কিশোর।
দুবরাজপুরের জোপলাই গ্রামে বাড়ি সোমানাথ ডোমের। সে নিজের বাড়ির সরস্বতী প্রতিমা ছাড়াও গ্রামের তিনটি ও পাশের গ্রামের একটি মিলিয়ে মোট পাঁচটি প্রতিমা তৈরি করবে এবার। এরই মাঝে নিচ্ছে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি। ২০২৩ সালে এলাকার একটি দুর্গাপুজোর প্রতিমা গড়ার পরই কদর বাড়ে সোমনাথের। এরপরই তার কাছে একের পর এক প্রতিমা গড়ার বরাত আসতে থাকে।
advertisement
advertisement
সামনে মাধ্যমিক পরীক্ষা থাকায় এবার আগেভাগেই প্রতিমা গড়ছে সোমনাথ। এই প্রসঙ্গে ওই কিশোর বলেছে, পরীক্ষা শেষ হওয়ার পরই সরস্বতী পুজো। তখন আর প্রতিমা গড়ার সুযোগ থাকবে না। তাই পরীক্ষার আগেই প্রতিমা গড়ার কাজ শেষ করতে হবে। তবে এরই মধ্যে সে যে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সেটাও জানিয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
সোমনাথের পরিবার সূত্রে জানা গিয়েছে, তার মাত্র আড়াই বছর বয়সে মা মারা যান। সোমনাথ এখন থাকে দাদু, দিদিমার কাছে। দিদিমা কল্পনা ডোম এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা তথা লোবা গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান। কাছের জোপলাই হাইস্কুলে ভর্তি করার পাশাপাশি ছোট থেকে নাতির মাটির পতুল তৈরির নেশাকে প্রশ্রয় দিয়েছেন তিনি। সেই প্রশ্রয়েই লেখাপড়া করতে করতে কিশোর সোমনাথ সপ্তম শ্রেণিতে পড়াকালীন বিভিন্ন দেবদেবীর প্রতিমা গড়ার কাজ শুরু করে দেয়। এই প্রসঙ্গে সোমনাথ জানিয়েছে, ঠাকুর গড়তে না পারলে তার মন ভাল থাকে না। তাই মন ভাল রাখার পাশাপাশি এই কিশোরের চলছে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: পড়াশোনার ফাঁকেই সরস্বতী প্রতিমা গড়ছে মাধ্যমিক পরীক্ষার্থী সোমনাথ
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement