Siliguri News: প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার ঘেরাটোপে এনজেপি

Last Updated:

আসন্ন প্রজাতন্ত্র দিবসের আগে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন। স্টেশন চত্বরে জিআরপি ও আরপিএফ-এর সংখ্যা বাড়ানো হয়েছে

+
স্নিফার

স্নিফার ডগ দিয়ে যাত্রীদের ব্যাগ চেকিং 

শিলিগুড়ি: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে যে কোনও ধরনের নাশকতা রুখতে তৎপর ভারতীয় রেল। রেল পুলিশের তত্ত্বাবধানে নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে নাকা চেকিং। আরপিএফের কমান্ড অফিসার কমল সিং-এর নেতৃত্বে মেটাল ডিটেক্টর ও স্নিফার ডগ নিয়ে এনজেপি স্টেশন সহ বিভিন্ন দূরপাল্লার ট্রেনে চলে খানাতল্লাশি। খতিয়ে দেখা হয় নিরাপত্তা ব্যবস্থা।
আসন্ন প্রজাতন্ত্র দিবসের আগে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন। স্টেশন চত্বরে জিআরপি ও আরপিএফ-এর সংখ্যা বাড়ানো হয়েছে। আরপিএফ-এর কমান্ড অফিসার কমল সিং জানান, উত্তর-পূর্ব রেলের একটি অন্যতম গুরত্বপূর্ণ স্টেশন হল নিউ জলপাইগুড়ি। প্রতিদিন লাখ লাখ যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। দু’দিন বাদেই দেশ মাতবে প্রজাতন্ত্র দিবস উদযাপনে। তার আগে যে কোনও ধরনের নাশকতা রুখতে জিআরপি ও আরপিএফ-এর যৌথ উদ্যোগে এই নাকা চেকিং করা হচ্ছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি বলেন, প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে গোটা রেলওয়ে স্টেশন চত্বরে বিশেষ তল্লাশি অভিযান চালানো হবে। যাত্রীদের লাগেজ, ওয়েটিং রুম সহ বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চলবে বলে জানা গিয়েছে। স্নিফার ডগ দিয়েও চলবে তল্লাশি। একই সঙ্গে নিরাপত্তার খাতিরে প্রতিটি ট্রেনে চারজন আরপিএফ অফিসারদকে রাখা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। রেল স্টেশনের পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের আগে শিলিগুড়ি শহরকেও নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চলছে নাকা চেকিং।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার ঘেরাটোপে এনজেপি
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement