TRENDING:

Maha Saraswati Puja 2024: কোচ রাজাদের সরস্বতী মূর্তি আর পাঁচটার থেকে একেবারে আলাদা! আজও পুজো হয়

Last Updated:

কোচ রাজাদের সেই আমল না থাকলেও বর্তমানে রাজ আমলের সমস্ত প্রাচীন রীতি নীতি মেনেই মদনবাড়িতে হয়ে আসছে পুজো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: কোচ রাজাদের ঐতিহ্য জেলা শহর কোচবিহারের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তেমনই কোচবিহার জেলায় রাজ আমলের বিভিন্ন প্রাচীন পুজোর রীতি-নীতি আজও প্রচলিত। এই পুজোগুলি অন্যান্য সকল পুজোর থেকে একেবারেই আলাদা। একটা সময় রাজ আমলে কোচবিহার রাজবাড়িতে এই পুজোগুলি আয়োজিত হত। পরবর্তী সময়ে এই পুজোগুলি রাজ পরিবারের কুলোদেবতা মদনমোহনের মন্দিরে স্থানান্তরিত করা হয়। ঠিক এমনই একটি রাজ আমলের ঐতিহ্যবাহী পুজো মহা সরস্বতী পুজো। এই পুজোর নিয়ম-নীতি সাধারণ সরস্বতী পুজোর থেকে একেবারেই আলাদা।
advertisement

আরও পড়ুন: একের পর এক চিতাবাঘ, পটাপট ধরা পড়ছে পাতা ফাঁদে

কোচ রাজাদের সেই আমল না থাকলেও বর্তমানে রাজ আমলের সমস্ত প্রাচীন রীতি নীতি মেনেই মদনবাড়িতে হয়ে আসছে পুজোগুলি। সেই প্রথা মেনেই আয়োজিত হল মহা সরস্বতী পুজো। মদনমোহন মন্দির বা মদন বাড়ির পুরোহিত খোগোপতি মিশ্র জানান, শ্রী পঞ্চমীর শুভ তিথিতে সরস্বতী পুজো আয়োজন করা হয়েছে। মদনমোহন মন্দিরের কাঠামিয়া মন্দিরে এই দেবীর আরাধনা করা হয়। এই দেবীর মূর্তি সাধারণ সরস্বতী মূর্তির থেকে একেবারেই আলাদা। এছাড়াও এই মহা সরস্বতী দেবীর আরাধনার পাশাপাশি একটি বিশেষ পুজোও হয়ে থাকে। এই পুজোতে সমস্ত ঋতুদের পুজো করা হয়। রাজ আমলের জমিদার এবং রাজাদের বাড়িতে এই মহা সরস্বতী পুজোর আয়োজন করা হয়ে থাকত। তবে বর্তমান সময়ে রাজ আমল অতীত। তাই এই পুজোর সমস্ত দায়িত্বভার পালন করে কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ড।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কোচবিহারের দুই স্থানীয় বাসিন্দা পিঙ্কি ঘোষ ও দেবায়ত ভৌমিক জানান, রাজ আমলে সম্পূর্ণ প্রাচীন রীতি প্রথা মেনেই এই পুজোর আয়োজন করা হয়। মদনমোহন বাড়ির কাঠামিয়া মন্দিরে এই পুজো করা হয়। এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষ মদনমোহন মন্দিরে ভিড় জমান সরস্বতী পুজোর দিন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Maha Saraswati Puja 2024: কোচ রাজাদের সরস্বতী মূর্তি আর পাঁচটার থেকে একেবারে আলাদা! আজও পুজো হয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল