আরও পড়ুন: একের পর এক চিতাবাঘ, পটাপট ধরা পড়ছে পাতা ফাঁদে
কোচ রাজাদের সেই আমল না থাকলেও বর্তমানে রাজ আমলের সমস্ত প্রাচীন রীতি নীতি মেনেই মদনবাড়িতে হয়ে আসছে পুজোগুলি। সেই প্রথা মেনেই আয়োজিত হল মহা সরস্বতী পুজো। মদনমোহন মন্দির বা মদন বাড়ির পুরোহিত খোগোপতি মিশ্র জানান, শ্রী পঞ্চমীর শুভ তিথিতে সরস্বতী পুজো আয়োজন করা হয়েছে। মদনমোহন মন্দিরের কাঠামিয়া মন্দিরে এই দেবীর আরাধনা করা হয়। এই দেবীর মূর্তি সাধারণ সরস্বতী মূর্তির থেকে একেবারেই আলাদা। এছাড়াও এই মহা সরস্বতী দেবীর আরাধনার পাশাপাশি একটি বিশেষ পুজোও হয়ে থাকে। এই পুজোতে সমস্ত ঋতুদের পুজো করা হয়। রাজ আমলের জমিদার এবং রাজাদের বাড়িতে এই মহা সরস্বতী পুজোর আয়োজন করা হয়ে থাকত। তবে বর্তমান সময়ে রাজ আমল অতীত। তাই এই পুজোর সমস্ত দায়িত্বভার পালন করে কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ড।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কোচবিহারের দুই স্থানীয় বাসিন্দা পিঙ্কি ঘোষ ও দেবায়ত ভৌমিক জানান, রাজ আমলে সম্পূর্ণ প্রাচীন রীতি প্রথা মেনেই এই পুজোর আয়োজন করা হয়। মদনমোহন বাড়ির কাঠামিয়া মন্দিরে এই পুজো করা হয়। এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষ মদনমোহন মন্দিরে ভিড় জমান সরস্বতী পুজোর দিন।
সার্থক পণ্ডিত