TRENDING:

Madhyamik Results 2025: বিশেষভাবে সক্ষম হয়েও মাধ্যমিকে সাফল্য! শিক্ষক হয়ে পড়ুয়াদের পাশে দাঁড়াতে চায় কোচবিহারের বিক্রমজিৎ

Last Updated:

Madhyamik Results 2025: মাধ্যমিক পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হওয়ার ইচ্ছে। যেমন ভাবা, তেমন কাজ। মাধ্যমিকে ৫১৮ নম্বর পেয়ে সে সকলের মন জয় করে নিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: চলতি বছর মাধ্যমিক পরীক্ষাতে এই জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশ অনেকটাই। এই বছর জেলার টাউন হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল বেশ কয়েকজন বিশেষভাবে সক্ষম ছাত্রও। আর এই ছাত্রদের মধ্যে বিক্রমজিৎ রায় বর্তমানে মন জয় করছে জেলার মানুষের। ছোট বয়স থেকেই তাঁর হাঁটা চলা করতে প্রয়োজন হয় অন্যের সাহায্যের। সেজন্য স্কুলেও যেতে পারেনি সারাটা বছর। তবুও মনের মধ্যে ছিল মাধ্যমিক পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হওয়ার ইচ্ছে। যেমন ভাবা, তেমন কাজ। মাধ্যমিকে ৫১৮ নম্বর পেয়ে সে সকলের মন জয় করে নিয়েছে।
advertisement

বিক্রমজিত রায় জানায়, “ছোটবেলা থেকেই তাঁর পড়াশোনা করতে বেশ ভাল লাগে। তবে অনেকটা বাধা বিপত্তি পেরোতে হয়েছে তাঁকে। তবে স্কুলে যাওয়ার অবস্থা নেই তাঁর। তাই মাধ্যমিকে তাঁর এই সাফল্যের কারণে তাঁর পরিবার রীতিমত খুশি। আগামী দিনে সে পড়াশোনা নিয়ে আরও অনেকটা এগিয়ে যেতে চায়। ভবিষ্যতে শিক্ষক হয়ে পাশে দাঁড়াতে চায় আরও বহু ছাত্র ছাত্রীর। যদিও এই বিষয়ে তাঁর পরিবার সব সময় তাঁর পাশেই রয়েছে। তাঁকে শুরু থেকেই তাঁর স্কুল শিক্ষক-শিক্ষিকারা অনেকটা সাহায্য করেছে। তাই তাঁর এই সাফল্য।”

advertisement

আরও পড়ুন: ‘দর্জি’ বানাতে চেয়েছিলেন বাবা…! ছেলে দেখল মুম্বইয়ের স্বপ্ন, হয়ে গেল বলিউডের বিখ্যাত ‘ভিলেন’, চিনতে পারছেন এই অভিনেতাকে?

বিক্রমজিতের মা শেফালী রায় জানান, “ছেলের এই সাফল্যে তিনি ও গোটা পরিবার রীতিমত খুশি। আগামী দিনে নিজেদের সামর্থ্য অনুযায়ী ছেলেকে আরও পড়াবেন তাঁরা। ছেলে ভবিষ্যতে শিক্ষক হতে চায়। সেই স্বপ্ন পূরণে ছেলের পাশে রয়েছেন তাঁরা।” এছাড়া বিক্রমজিতের কাকু তপন রায় জানান, “বিক্রমজিতের এই সাফল্যে তিনি রীতিমত খুশি। হয়ত সে সেরা দশে নেই। তবে এই সাফল্য পরিবারের সকল মানুষকে অনেকটা বেশি খুশি করেছে। ভবিষ্যতে যাতে সে আরও ভাল ফলাফল করে বিক্রমজিৎ, সেই জন্য তিনি সবসময় তাঁর পাশে থাকবেন।”

advertisement

View More

আরও পড়ুন: ‘স্লিপার’, ‘এসি’, ‘ফার্স্ট ক্লাস’…! ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে উঠলে কোথায় ‘কত’ টাকা জরিমানা?রেলের নিয়ম জানুন!

চলতে ফিরতে হলে নিতে হয় অন্যের সাহায্য। তবু ভবিষ্যতে সে শিক্ষক হয়ে বহু ছাত্রকে সাহায্য করতে চায় এই ছেলে। সেজন্য তাঁরা পড়াশোনার প্রতি আগ্রহ রয়েছে অনেকটাই। বর্তমানে জেলার এই ছাত্রের সাফল্য বহু মানুষকে মুগ্ধ করছে। তবে আগামী দিনে সে আরও সাফল্য অর্জন করুক সে এমনটাই প্রত্যাশা সকলের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপান্বিতা অমাবস্যার রাতে গভীর জঙ্গল থেকে কাঁসর-ঘণ্টার আওয়াজ!
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Madhyamik Results 2025: বিশেষভাবে সক্ষম হয়েও মাধ্যমিকে সাফল্য! শিক্ষক হয়ে পড়ুয়াদের পাশে দাঁড়াতে চায় কোচবিহারের বিক্রমজিৎ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল