অঙ্ক পরীক্ষা দিতে এসে অঙ্ক কষতে না পারায় এবারে পরীক্ষা শেষে খাতা ছিঁড়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে পড়লেন এক পরীক্ষার্থী। ঘটনটা উত্তর দিনাজপুরের ইসলামপুরের সূর্যাপুর হাই স্কুলের।যেখানে পরীক্ষা চলাকালীন অঙ্ক বুঝতে না পারায় রেগে নিজের অঙ্ক খাতাই ছিঁড়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে পড়ে সেই এক পরীক্ষার্থী। তার নামে পরীক্ষাকেন্দ্রের তরফে পর্ষদের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: টিউমার, চর্মরোগ, কৃমি, পেটের সব সমস্যা দূর করে অবহেলায় বেড়ে ওঠা এই গাছ ও পাতা!
জানা গিয়েছে, রামপুরে অবস্থিত বেলান হাই স্কুলের ওই পড়ুয়ার সিট পড়েছিল সূর্যপুর হাই স্কুলে। পরীক্ষা শেষ হওয়ার পর খাতা দু’টকরো করে জমা দেওয়ায় বিষয়টি লক্ষ্য করেন ইনভিজ়িলেটররা। তাঁর বক্তব্য অঙ্ক পরীক্ষা ভাল হয়নি, তাই মাথা গরম করে সে নিজের খাতা ছিঁড়ে ফেলে। যদিও সে পরবর্তীতে অন্যন্য পরীক্ষা গুলো দিতে পারবে বলে জানা যায়।
পিয়া গুপ্তা