Ghetu Saag Benefits: টিউমার, চর্মরোগ, কৃমি, পেটের সব সমস্যা দূর করে অবহেলায় বেড়ে ওঠা এই গাছ ও পাতা!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Ghetu Saag Benefits: বাড়ির পাশে অবহেলায় বেড়ে ওঠে এই গাছ! কান্ড থেকে পাতা সব কিছু উপকারী! জানুন চিকিৎসকের মত
advertisement
এই পাতা নরম এবং পাতার উপর সূক্ষ্ম লোম থাকে। অল্প শাখা প্রশাখাযুক্ত এই গাছে থোকা থোকা সাদা ফুল দেখা যায়। শীতের শেষ ফাল্গুন মাসে গাছে ফুল ফোটে। এই ঘেঁটু ফুল দিয়ে গ্রাম অঞ্চলে ঘেঁটু উৎসব পালিত হয়। গ্রামাঞ্চলের মানুষের কাছে অতি পরিচিত এই গাছই ভেষজ গুণে ভরপুর। পেটের রোগ সারানোর পাশাপাশি চর্মরোগ সারাতে এই ঘেঁটু বা ভেঁট গাছ দারুণ কার্যকর।
advertisement
advertisement
advertisement
advertisement
এ প্রসঙ্গে চিকিৎসক সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, ঘেঁটু গাছ দারুণ উপকারী গাছ। এর ব্যবহার প্রক্রিয়া বিভিন্ন রকম হয়। পেটের কৃমি ও পেটের সমস্যা দূর করতে পাঁচ থেকে সাত দিন এক চামচ পাতার রসের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেয়ে আবার কয়েকদিন ছেড়ে আরও পাঁচ সাত দিন এভাবে তিনবার খেলেই উপকার পাওয়া যাবে।(তথ্য: রাকেশ মাইতি)