মাদারিহাটের টুরিস্ট লজের পাশে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান প্রবেশের ১ নম্বর গেটের টিকিট কাউন্টার। প্রাকৃতিক দুর্যোগের কারণে হলং নদীর জল বেড়ে যাওয়ায় তা বাঁধ ভেঙে প্রবেশ করে জলদাপাড়া টুরিস্ট লজে। পাশাপাশি টিকিট কাউন্টারেও দেখা গিয়েছিলো হাঁটু সমান জল।দুর্যোগের পরিস্থিতিতে টুরিস্ট লজ, টিকিট কাউন্টারে যাওয়ার কাঠের সেতু ভেঙে যায়। এরফলে বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয় এলাকাটি। পর্যটকদের এলাকা থেকে বের করতে নানান উপায় অবলম্বন করতে হয় প্রশাসনকে। কখনও কুনকি হাতি, কখনও জেসিবি ব্যবহার করতে হয়। দড়ি ধরেও নদী পাড় করেছিলেন পর্যটকরা। মাদারহাটের পর্যটন ব্যবসায়ীরা প্রশাসনের কাছে আর্জি রেখেছিলেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। বর্তমানে এই এলাকায় যোগাযোগের জন্য বিকল্প পথ বের করেছে প্রশাসন। চলছে সেই কাজ।
advertisement
পর্যটন ব্যবসায়ী জহরলাল সাহা জানান, “জেলা প্রশাসনের উদ্যোগে এই কাজ চলছে। মাদারিহাটের পর্যটন ব্যবসা নাহলে তলানিতে চলে যেত। জলদাপাড়া জাতীয় উদ্যানের ১ নম্বর গেট দিয়ে শীঘ্রই শুরু হবে পর্যটকদের সাফারি।”
Ananya Dey