এই বিষয়ে রীতা ভোক্তা পরিবারের সদস্যদের অভিযোগ বিন্নাগুড়ি এলাকার বাসিন্দা দীনেশ ভোক্তার সঙ্গে রীতার বিয়ে ঠিক হয়েছে।আগামী জানুয়ারি মাসে বিয়ের কথা ছিল। গতকাল রাতে রীতার সঙ্গে ফোনে দীনেশ কথা বলছিল।সেসময় ঝগড়া হয় দুজনের। দীনেশকে ভিডিও কলে রেখে আত্মঘাতী হয় বলে অভিযোগ।
আরও পড়ুন – ‘পাতলি কমরিয়া মোরে হায় হায় হায়’- মেরুন শাড়িতে হাসিনের তুফানি নাচ, রইল ভাইরাল ভিডিও
advertisement
রীতার পরিবারের সদস্যরা জানান, দীনেশ নিজে রীতার এক বান্ধবীকে ফোন করে বিষয়টা জানায়। পরবর্তীতে সে এসে রীতার পরিবারের সদস্যকে জানায় ঘটনাটি। রীতার পরিবারের সদস্যরা দরজা ভেঙে দেখে রীতার ঝুলন্ত দেহ। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে তাকে ঘোষণা করে। কালচিনি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠনো হয়েছে।
রীতার পরিবার সূত্রে জানা গিয়েছে,তৃতীয় কোনও সম্পর্কের জেরে দুজনের ঝগড়া হচ্ছিল।তৃতীয় ব্যক্তিটি কে?তারা তা জানেন না।বিষয়টি পুলিশকে জানান হচ্ছে।
Annanya Dey