TRENDING:

Love: প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে ‌যা করল প্রেমিক! এ কী অবস্থা, শেষে করতে হল থানা-পুলিশ

Last Updated:

Love: প্রেমিকাকে মাঝ রাস্তাতে ফেলেই চম্পট দিল প্রেমিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: স্বাধীনতা দিবসের দিনেও রাস্তায় প্রেমিকের জন্যে ধরনা প্রেমিকার! মাঝ পথে প্রেমিকাকে রেখে উধাও প্রেমিক!
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

এ যেন এক ভিন্ন দৃশ্য। আজ ৭৮ তম স্বাধীনতা দিবস। একদিকে যেমন নতুন করে নারী স্বাধীনতার জন্য আন্দোলন মুখর গোটা দেশ, সেখানেই উঠে এল আরও এক এমন করুণ দৃশ্য। প্রেমিকাকে মাঝ রাস্তাতে ফেলেই চম্পট দিল প্রেমিক।

দিশা না পেয়ে হন্যে হয়ে খোঁজ শুরু করে প্রেমিকা। অবশেষে বাড়ির খোঁজ না পেয়ে মাঝ রাস্তায় প্রেমিকের অপেক্ষায় বসে রইল প্রেমিকা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি শহরে। জানা গিয়েছে, ময়নাগুড়ির রানিরহাটের এলাকার এক যুবতীর সঙ্গে ধূপগুড়ির বারোঘরিয়ার পাটকিদহ এলাকার এক যুবকের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। প্রায় একবছর আগে একটি অনুষ্ঠান বাড়িতে পরিচয় হয়েছিল দু’জনের। ধীরে ধীরে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক।

advertisement

এদিন স্বাধীনতা দিবসের দিনে ভালবাসার মানুষকে বিশ্বাস করে প্রেমিকের হাত ধরেই ঘুরতে গিয়েছিলেন ফালাকাটায়। সেখানেই হয় স্বপ্নের ভাঙন, প্রেমের ছন্দপতন! জানা যায়, ঘুরতে ঘুরতে ধূপগুড়ি আসতেই প্রেমিকা যুবতী তাকে প্রেমিক যুবকের বাড়িতে নিয়ে যেতে বলেন। প্রেমিকাকে বাড়িতে নিয়ে যেতে অস্বীকার করেন প্রেমিক। এরপরই তাকে ধূপগুড়ি শহরের মাঝপথে বাইক থেকে নামিয়ে চম্পট দেয় প্রেমিক।

advertisement

View More

আরও পড়ুন: ‘তৃণমূলে ছিলাম, কিন্তু…’, মুখপাত্রের পদ থেকে সরাতেই বিস্ফোরক শান্তনু সেন! কীসের ইঙ্গিত দিলেন?

দিশা না পেয়ে এদিকে প্রেমিককে হন্য হয়ে খুঁজতে থাকে প্রেমিকা যুবতী। পরবর্তীতে তিনি বিডিও অফিস এলাকায় এসে বসে পড়েন। বিষয়টি বুঝতে পেরে এলাকার মানুষ ভিড় জমায়। ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। পরবর্তীতে পুলিশ পৌঁছে যুবতীকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় জড়িত যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

advertisement

—- সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Love: প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে ‌যা করল প্রেমিক! এ কী অবস্থা, শেষে করতে হল থানা-পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল