Santunu Sen: 'তৃণমূলে ছিলাম, কিন্তু...', মুখপাত্রের পদ থেকে সরাতেই বিস্ফোরক শান্তনু সেন! কীসের ইঙ্গিত দিলেন?

Last Updated:

Santunu Sen: এদিন তাঁকে দলীয় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার পরই মুখ খোলেন শান্তনু সেন।

বিস্ফোরক শান্তনু সেন
বিস্ফোরক শান্তনু সেন
কলকাতা: আরজি কর কাণ্ডে মুখ খুলে তৃণমূলেই শাস্তির মুখে পড়লেন তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন৷ এ দিনই রাজ্যসভার প্রাক্তন সাংসদকে দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস৷ আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর হাসপাতালের পরিবেশ এবং বর্তমান কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন৷
এদিন তাঁকে দলীয় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার পরই মুখ খোলেন শান্তনু। তিনি বলেন, ”সংবাদমাধ্যম থেকে জানতে পারলাম, তৃণমূলের মুখপাত্র হিসেবে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের প্রথম দিন থেকে সৈনিক আমি। তৃণমূলের সব সিদ্ধান্ত আমি শিরোধার্য করেছি, আজও করেছি। আমি কখনও দলবিরোধী কোনও কথা বলিনি। দলনেত্রীর বিরুদ্ধে তো কখনই নয়।”
advertisement
advertisement
শান্তনুর সংযোজন, ”অনেক প্রতিকূল পরিস্থিতিতেও আমি কোনও দলবিরোধী কাজ করিনি। কিন্তু তৃণমূল জমানায় স্বাস্থ্য ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হলেও স্বাস্থ্য ব্যবস্থার অনেক কিছু নিয়েই দলনেত্রীর কাছে সঠিক খবর পৌঁছায় না। দুঃখ লাগে, যখন দেখি, অন্য দল থেকে এলে বা সেই দল এই দল করে আমাদের দলে এলে, বা নেত্রীর বিরুদ্ধে কথা বললেও আমাদের দলে সম্মানিত হয়। আর প্রথম দিনের দুঃসময়ের সাথী নেতা-কর্মীরা অনেক সময় রোষের মুখে পড়েন। আমি তৃণমূলের সঙ্গে ছিলাম, আজও তৃণমূলের সঙ্গেই আছি।”
advertisement
শান্তনু সেনের আরও অভিযোগ ছিল, আরজি করে পড়তে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয়েছে তাঁর ডাক্তারি পড়ুয়া মেয়েকেও৷ আরজি করে আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছিলেন শান্তনুবাবুর স্ত্রী পেশায় চিকিৎসক কাকলি সেনও৷ এর পরেই আজ সকালে শান্তনু সেনকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস৷
এ দিন তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আরজি কর কাণ্ডের জেরে শান্তনু সেনকে দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে৷ গত কয়েকদিন আরজি কর কাণ্ডে শান্তনু সেন যা বলেছেন, তা তাঁর একান্ত ব্যক্তিগত মত বলে জানিয়ে দিয়েছে দল৷ শান্তনু সেনকে পদ থেকে সরানোর ঘোষণা করে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘গতকাল বেহালার মিটিং থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়টি কিছুটা আপনাদের জানিয়েছিলেন৷ আরজি কর কাণ্ডে শান্তনু সেন যা বলেছেন, তা তাঁর একান্ত ব্যক্তিগত মত৷ দল এর দায়িত্ব নেবে না৷’
advertisement
আরজি কর কাণ্ডের পরই ওই হাসপাতালের প্রাক্তনী শান্তনু সেন হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে বড়সড় দুর্নীতিতে জড়িয়ে থাকার মতো চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন৷ তাঁর নিশানায় ছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার নামেও দুর্নীতি চলে বলে অভিযোগ করেন শান্তনু৷ যা বিপাকে ফেলেছিল শাসক দলকে৷
রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর শান্তনুকে আর টিকিট দেয়নি দল৷ এবার তাঁকে দলীয় মুখপাত্রের পদ থেকেও সরানো হল৷ যদিও এ বিষয়ে শান্তনু সেনের প্রতিক্রিয়া জানা যায়নি৷ যদিও গতকাল তিনি জানিয়েছিলেন, আরজি কর কাণ্ডে মুখ না খুললেও ভবিষ্যতে অন্যান্য রাজনৈতিক ইস্যুতে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Santunu Sen: 'তৃণমূলে ছিলাম, কিন্তু...', মুখপাত্রের পদ থেকে সরাতেই বিস্ফোরক শান্তনু সেন! কীসের ইঙ্গিত দিলেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement