TRENDING:

Love: প্রেমিকাকে নিয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে চান? এই পার্কের থেকে ভাল জায়গা আর হয় না!

Last Updated:

Love: প্রকৃতির মাঝে প্রেমিকার সঙ্গে সময় কাটানোর জন্য দারুণ জায়গা এই ইকো সিটি পার্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: জানুয়ারি পেরিয়ে চলছে ফেব্রুয়ারি। আর ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস। এবছর আবার সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে হওয়ায় বেজায় খুশি প্রেমিক-প্রেমিকারা। হাজার হোক সরস্বতী পুজো মানেই তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে।
advertisement

এই দিনগুলোয় প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিরিবিলিতে খানিক স্পেশাল সময় কাটাতে চায় বহু যুগলই। জলপাইগুড়ি ছোট্ট শহর হওয়ায় অনেকেই ভেবে পান না এই বিশেষ দিনগুলোয় সময় কাটানো যায় কোথায়।তাদের জন্য রইল মন ভালকরা একটি ঠিকানা।

আরও পড়ুন: রেলে চাকরির বড় সুযোগ! সিদ্ধান্ত জানিয়ে দিল সরকার, বয়সসীমাতেও দেওয়া হল ছাড়

advertisement

View More

জলপাইগুড়ির রানীনগর ইকো সিটি পার্ক এখন থেকেই সেজে উঠেছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। চারদিকে সবুজ গাছ, হরেক রকমের ফুলের বাহারে সেজেছে গোটা পার্ক চত্বর। প্রকৃতির মাঝে প্রেমিকার সঙ্গে সময় কাটানোর জন্য দারুণ জায়গা এই ইকো সিটি পার্ক।

আরও পড়ুন: বিশ্বের কোন দেশটি পৃথিবীর ঠিক কেন্দ্রে অবস্থিত বলুন তো? নামটা শুনলেই চমকে যাবেন নিশ্চিত!

advertisement

পার্কের পাশ দিয়ে বয়ে চলে গিয়েছে ধরধরা নদী। নদীর দু’পাশ সাজানো গাছ দিয়ে। এমন মন শান্ত করা পরিবেশে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটালে মন ভালো হবেই হবে। তাই নয় এখানে মূলত দূর দূরান্তের মানুষ থাকার ব্যবস্থা রয়েছে এবং এই অসাধারণ শান্ত পরিবেশে আপনার সঙ্গীকে ঘুরে বেড়াতে আলাদাই আমেজ। শান্ত পরিবেশে পাখির কলতনে মন ভরিয়ে তোলে ঘুরতে আসা পর্যটকদের।

advertisement

—- সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Love: প্রেমিকাকে নিয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে চান? এই পার্কের থেকে ভাল জায়গা আর হয় না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল