স্থানীয় সূত্রে জানা গিয়েছে, “ঘুঘুডাঙ্গা বাজারের লক্ষণ সরকার নামে এক লটারি বিক্রেতার কাছ থেকে লটারি কিনেছিল যুবক। ২৫ সিরিজের একটি নম্বর কেনে ওই যুবক। সেই লটারির মধ্য থেকে 85E 63204 নম্বরে শেষমেশ এক কোটি টাকার পুরস্কার পান তিনি। বাকি ২৪ টি নম্বরে আরও ২৪ হাজার টাকা পুরস্কার পান তিনি।
advertisement
এদিন লটারি পাওয়ার পর মানিকগঞ্জ পুলিশের দ্বারস্থ হয় ওই যুবক। অরিন্দম জানান, “দীর্ঘ সময় ধরে টিকিট কাটেন তিনি। আগে ছোট ছোট বেশ কয়েকটি টাকা জিতেছেন তিনি। তবে এই প্রথম তিনি এত বড় পুরষ্কার জিতেছেন। ফলে তিনি ও তাঁর পরিবার অনেকটাই খুশি। এই টাকা দিয়ে বেশ কিছু কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর। তবে তিনি এত টাকা পেয়ে অন্য কোনও চিন্তা না করে সোজা পুলিশের দ্বারস্থ হন। এখন লটারিতে পাওয়া টাকা হাতে পাওয়ার জন্য তাঁকে জেতে হবে কলকাতা।”
এই লটারি জয়ের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে এক আলাদা খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, লটারি বিক্রেতা লক্ষণ সরকারের কাছে লটারি কিনতে ভিড় জমান আরও বহু মানুষ। এই লটারি জয়ের কারণে লটারি ক্রেতাদের কাছে বিক্রেতা লক্ষণ সরকারের কদর বেড়েছে অনেকটাই।
Sarthak Pandit