TRENDING:

Lottery: ১৫০ টাকার ১ টিকিটেই কোটিপতি...! কোন সিরিজের লটারির টিকিট কিনলেন যুবক? রাতারাতি ১৮০ ডিগ্রি ঘুরল ভাগ্যের চাকা

Last Updated:

Lottery: মাত্র দেড়শ টাকার লটারি টিকিট কিনেছিল যুবক। আর তাতেই রাতারাতি পরিবর্তন হল যুবকের ভাগ্য। ঠিক কী ভাবে ঘুরল ভাগ্য? শুনলে হা হয়ে যাবেন। অরিন্দম মল্লিক নামের ওই যুবক লটারির টিকিট কেটেই হয়ে গেলেন কোটিপতি। এক কোটি টাকা পেয়ে রীতিমত খুশি যুবক ও যুবকের গোটা পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হলদিবাড়ি: জেলা কোচবিহারের হলদিবাড়ি এলাকার পার্শ্ববর্তী ঘুঘুডাঙা বাজার। এই এলাকার এক যুবক আচমকাই সটান গিয়ে হাজির মানিকগঞ্জ পুলিশের কাছে। এরপরই প্রকাশ্যে আসে গোটা বিষয়। মাত্র দেড়শ টাকার লটারি টিকিট কিনেছিল যুবক। আর তাতেই রাতারাতি পরিবর্তন হল যুবকের ভাগ্য। ঠিক কী ভাবে ঘুরল ভাগ্য? শুনলে হা হয়ে যাবেন। অরিন্দম মল্লিক নামের ওই যুবক লটারির টিকিট কেটেই হয়ে গেলেন কোটিপতি। এক কোটি টাকা পেয়ে রীতিমত খুশি যুবক ও যুবকের গোটা পরিবার।
জেতা লটারির ছবি
জেতা লটারির ছবি
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, “ঘুঘুডাঙ্গা বাজারের লক্ষণ সরকার নামে এক লটারি বিক্রেতার কাছ থেকে লটারি কিনেছিল যুবক। ২৫ সিরিজের একটি নম্বর কেনে ওই যুবক। সেই লটারির মধ্য থেকে 85E 63204 নম্বরে শেষমেশ এক কোটি টাকার পুরস্কার পান তিনি। বাকি ২৪ টি নম্বরে আরও ২৪ হাজার টাকা পুরস্কার পান তিনি।

আরও পড়ুন: আগামী ১২ ঘণ্টায় ১৬ রাজ্য…! বজ্রবিদ্যুৎ-ঝড়-জল কাঁপাবে! ভারী-অতি ভারী বৃষ্টি হুমকি ৩ রাজ্যে, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

advertisement

এদিন লটারি পাওয়ার পর মানিকগঞ্জ পুলিশের দ্বারস্থ হয় ওই যুবক। অরিন্দম জানান, “দীর্ঘ সময় ধরে টিকিট কাটেন তিনি। আগে ছোট ছোট বেশ কয়েকটি টাকা জিতেছেন তিনি। তবে এই প্রথম তিনি এত বড় পুরষ্কার জিতেছেন। ফলে তিনি ও তাঁর পরিবার অনেকটাই খুশি। এই টাকা দিয়ে বেশ কিছু কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর। তবে তিনি এত টাকা পেয়ে অন্য কোনও চিন্তা না করে সোজা পুলিশের দ্বারস্থ হন। এখন লটারিতে পাওয়া টাকা হাতে পাওয়ার জন্য তাঁকে জেতে হবে কলকাতা।”

advertisement

View More

আরও পড়ুন: জ্বলজ্বল করবে মুখ…! রাতে ঘুমোনোর আগে জলে এই ‘জিনিস’ মিশিয়ে মুখ ধুয়ে নিন, চাঁদের মতো চমকাবে সকালেই, ৩ দিনেই তফাৎ

এই লটারি জয়ের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে এক আলাদা খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, লটারি বিক্রেতা লক্ষণ সরকারের কাছে লটারি কিনতে ভিড় জমান আরও বহু মানুষ। এই লটারি জয়ের কারণে লটারি ক্রেতাদের কাছে বিক্রেতা লক্ষণ সরকারের কদর বেড়েছে অনেকটাই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lottery: ১৫০ টাকার ১ টিকিটেই কোটিপতি...! কোন সিরিজের লটারির টিকিট কিনলেন যুবক? রাতারাতি ১৮০ ডিগ্রি ঘুরল ভাগ্যের চাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল