জ্বলজ্বল করবে মুখ...! রাতে ঘুমোনোর আগে জলে এই 'জিনিস' মিশিয়ে মুখ ধুয়ে নিন, চাঁদের মতো চমকাবে সকালেই, ৩ দিনেই তফাৎ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Massage: উপায় আছে একটা। খুব সামান্য এক টোটকায় পেতে পারেন দুর্দান্ত প্রতিকার। রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা ছোট্ট কাজ করে দেখুন তো কাজ হয় কিনা। এত সহজ কাজ যে যে কোনও দিন আপনি শুরু করে দিতে পারেন এই ঘরোয়া জিনিসটির প্রতিকারের সঠিক ব্যবহার।
advertisement
advertisement
advertisement
advertisement
উজ্জ্বল ত্বকের জন্য মুখে কর্পূর লাগানোর পদ্ধতি: মানুষ প্রায়শই এই প্রশ্নটি করেন যে ত্বকে কর্পূর লাগানো উচিত কিনা? লাগালে কী ভাবেই বা বা লাগাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারে। বিশেষজ্ঞরা বলছেন, ত্বকে কর্পূর লাগানো কেবল নিরাপদই নয়, বরং বিভিন্ন উপায়ে ত্বকে কর্পূর লাগালে আপনার ত্বকের সমস্যাও কমে। AI Genrated Representative Image
advertisement
ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ এর তরফে বলা হচ্ছে, "আজকাল, বিভিন্ন থেরাপি বা চিকিৎসায় প্রাকৃতিক যৌগ ব্যবহারের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ লক্ষ্য করা যায়। কর্পূর, টারপিন গ্রুপের অন্তর্গত একটি জৈব যৌগ, এর একটি দুর্দান্ত উদাহরণ। এটি জাপান, চিন, ভিয়েতনাম, এশিয়া, আফ্রিকা, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পূর দারুচিনি গাছের কাঠ থেকে পাওয়া যায়। এটি একটি সাদা পাউডার যার তীব্র গন্ধ সহজেই গ্যাসে রূপান্তরিত হয়। সর্বাধিক ব্যবহৃত রূপচর্চার উপাদান হল কর্পূর তেল ( ওলিয়াম ক্যাম্ফোরাটাম )।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement