TRENDING:

Hindu Mandir: ‘বিশ্বাসে মিলায়ে বস্তু’, এই মন্দিরে এসে চাইলে ফেরান না মা, লোটাদেবীর মন্দিরে ভক্তের ঢল

Last Updated:

Jalpaiguri News: এই মন্দিরে মানত করলে তা পূর্ণ করেন দেবী! এই বিশ্বাসেই নামে ভক্তের ঢল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: মানুষের কত কিছুই না ইচ্ছা থাকে। সেই ইচ্ছা কখনও পূরণ হয়, কখনও হয় না। অনেক সময়ই আসে বহু বাধা- বিপত্তি। সেই সময়ে আমরা ভগবানের দ্বারস্থ হই। তাঁর কাছে গিয়ে প্রার্থনা করে নিজের মনের কথা জানাই।
advertisement

বাংলার বুকে খুঁজলে এরকম অনেক মন্দিরের ইতিহাস মেলে, যেখানে মনস্কামনা করলে তা নাকি পূরণ হয়। উত্তরবঙ্গের জলপাইগুড়ির লোটা দেবীর মন্দির এর মধ্যে অন্যতম। সকলেই জাগ্রত মন্দির বলেই জানেন। বহু ভক্তের কাছে জানা যায়, এখানে মনস্কামনা করলে নাকি তা পূরণ হয়।

আরও পড়ুন – Viral Video: বিয়ের মঞ্চেই বরের ‘এই’ জিনিস চাই বলে দাবি, পাত্রী পালাল বয়ফ্রেন্ডের সঙ্গেই, ভাইরাল

advertisement

জলপাইগুড়ি জেলার মধ্যে দিয়ে বয়ে চলেছে সুন্দর করলা নদী। যে নদীর সৌর্ন্দয্য পর্যটকদেরও আকর্ষিত করে। এই নদীর তীরে এমন এক মন্দির রয়েছে যেখানে বহু ভক্তের মনের ইচ্ছা পূরণ হয়েছে। বলা হয়, এই মন্দিরে পাথর বাঁধলে এই মন্দিরের দেবী সেই মনের ইচ্ছা পূরণ করে দেন। করলা নদীর তীরে রয়েছে লোটাদেবী মায়ের মন্দির।সেই মন্দিরে দূর-দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটে। বিশেষ করে মাঘীপূর্ণিমা তিথিতে হওয়া পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে বসে বিশাল মেলাও।কথিত আছে, মন্দির প্রাঙ্গণে যে পুকুর রয়েছে সেই পুকুরের সামনে বিবাহ যোগ্য কণ্যার পরিবার ভক্তি ভরে প্রার্থনা করলে নাকি ঘটি-বাটি পাওয়া যেত। আর সে থেকেই লোটাদেবী-র নামকরণ।

advertisement

View More

করলা নদীর পাশে চা বাগান ঘেরা জায়গার মাঝে এই মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। তবে হ্যাঁ, মন্দিরে যাওয়ার জন্য কষ্ট করতে হয় ভক্তদের। পূজো উপলক্ষে মেলা বসলেই শুধুমাত্র অস্থায়ী সেতু দিয়েই পাড়াপাড় করা যায়। এছাড়া অন্য সময় পায়ে হেঁটে নদী পেড়িয়ে মায়ের দর্শনই একমাত্র মাধ্যম। নদী পার করেই মায়ের কাছে মনের ইচ্ছা পূরণের আশায় যান সকল ভক্তগণ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Surajit Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Hindu Mandir: ‘বিশ্বাসে মিলায়ে বস্তু’, এই মন্দিরে এসে চাইলে ফেরান না মা, লোটাদেবীর মন্দিরে ভক্তের ঢল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল